এশিয়া কাপের আগে ফিটনেসের উপর জোর দিচ্ছে বাংলাদেশ, সোমবার শুরু শিবির

এবারের এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখানোর লক্ষ্যে বাংলাদেশ। ক্রিকেটারদের তৈরি রাখার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

কানাডায় গ্লোবাল টি-২০ লিগে খেলছেন লিটন দাস ও আফিফ হোসেন। লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে ব্যস্ত তাওহিদ হৃদয়, শরিফুল ইসলাম, শাকিব আল-হাসান। জিম আফ্রো টি-১০ লিগে খেলেছেন তাসকিন আহমেদ ও মুশফিকুর রহিম। এই তারকা ক্রিকেটারদের বাদ দিয়েই সোমবার থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের প্রস্তুতির জন্য বাংলাদেশ জাতীয় দলের শিবির। এই শিবিরে ফিটনেসের উপর জোর দেওয়া হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন জানিয়েছেন, 'আমরা ফিটনেস শিবির শুরু করতে চলেছি। ৩ আগস্ট ইয়ো-ইয়ো টেস্ট হবে। ক্রিকেটারদের ফিটনেস কোন পর্যায়ে আছে, সেটা দেখে নেওয়াই আমাদের লক্ষ্য। এই শিবিরে যোগ দিচ্ছে ৩২ জন ক্রিকেটার। ওদের ইয়ো-ইয়ো টেস্ট হবে। ৮ আগস্ট শুরু হবে দক্ষতা বৃদ্ধি করার প্রস্তুতি। তার আগে ৫ বা ৬ আগস্ট ৩২ জনের মধ্যে থেকে ২১-২২ জনকে বাছাই করা হবে। এই ক্রিকেটাররাই এশিয়া কাপের জন্য অনুশীলন করবে।'

মিনহাজুল আরও জানিয়েছেন, 'আমাদের দলের যে ক্রিকেটাররা ছুটি কাটিয়ে শিবিরে যোগ দেবে, তাদের ফিটনেস নিয়েই ভাবছে টিম ম্যানেজমেন্ট। ফিটনেসের মান বজায় রাখতে হবে। বেশ কিছুদিন আগে প্রথম শ্রেণির ম্যাচ, বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ খেলেছে আমাদের দলের ক্রিকেটাররা। মাঝে দীর্ঘ বিরতি ছিল। আমাদের কোনও ক্রিকেটার ইমার্জিং টিমস এশিয়া কাপে খেলেছে। কেউ আবার টাইগার্স ক্যাম্পে ছিল। ওদের ফিটনেস কেমন আছে, সেটাই আমরা দেখে নিতে চাইছি।'

Latest Videos

বাংলাদেশের ওডিআই দলের অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে কিছুদিন আগেই তোলপাড় হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের মন্তব্যে অপমানিত হয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দেন তামিম। তবে প্রাক্তন অধিনায়ক মাশরাফি মোর্তাজার উদ্যোগে পাপন ও তামিমকে নিয়ে বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরেই অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন তামিম। তবে তিনি এই শিবিরের শুরু থেকেই থাকবেন কি না, সেটা স্পষ্ট নয়। মিনহাজুল বলেছেন, 'তামিমের ব্যাপারে আমরা এখনও মেডিক্যাল টিমের কাছ থেকে কোনও রিপোর্ট পাইনি। এশিয়া কাপের দল বাছাই করার আগেই রিপোর্ট পেয়ে যাব বলে আশা করছি। আশা করি ও দ্রুত ফিট হয়ে দলে ফিরবে।'

বাংলাদেশের ক্রিকেটাররা বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাওয়ায় খুশি মিনহাজুল। তাঁর মতে, ভালো পারফরম্যান্সের স্বীকৃতি পাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা।

আরও পড়ুন-

Ashes 2023: বৃষ্টিবিঘ্নিত চতুর্থ দিন দুর্দান্ত ব্যাটিং ওয়ার্নার-খাজার, জয়ের পথে অস্ট্রেলিয়া

১ ওভারে ৪৮ রান! রুতুরাজ গায়কোয়াড়ের রেকর্ড স্পর্শ আফগানিস্তানের সাদিকুল্লাহ অটলের

বিশ্বকাপের আগেই ১০০ শতাংশ ফিট হতে চাইছে ঋষভ পন্থ

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : বাংলাদেশকে ঠুকলেন, মহিষাদলে বিস্ফোরক শুভেন্দু | Bangladesh | Bangla News
ধান আনতে গিয়ে চরম বিপত্তি! নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ট্রাক্টর, দেখুন | Hooghly News Today
'এগিয়ে বাংলা, বাংলায় শিক্ষা-কর্মসংস্থান বাদে সব পাওয়া যাবে' পাসপোর্ট দুর্নীতিতে সরব নওশাদ সিদ্দিকী
'খাদান দেখতে গিয়ে ভুলেও এই কাজটি করবেন না' ফ্যানেদের কাছে কী অনুরোধ করলেন দেব? Deepak Adhikari
অম্বেডকর ইস্যুতে আজও উত্তপ্ত সংসদ, কংগ্রেস ও তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে যা বললেন Samik