সংক্ষিপ্ত
টি-২০ ফর্ম্যাটে নিত্য নতুন রেকর্ড হচ্ছে। এই ফর্ম্যাটে কোনও রেকর্ডই স্থায়ী নয়। বিশেষ করে ব্যাটাররা টি-২০ ফর্ম্যাটে যেভাবে দাপট দেখাচ্ছেন, তাতে যাবতীয় রেকর্ড ভেঙে যাচ্ছে।
ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করার পরেই ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপে যুবরাজ সিংয়ের ১ ওভারে ৬টি ওভার-বাউন্ডারি মারার ঘটনা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। এররই মধ্যে টি-২০ ফর্ম্যাটে নতুন রেকর্ড গড়লেন আফগানিস্তানের ব্যাটার সাদিকুল্লাহ অটল। শাহিন হান্টার্সের হয়ে অ্যাবাসিন ডিফেন্ডার্সের বিরুদ্ধে ১ ওভারে ৪৮ রান করলেন অটল। এই ওভারে তিনি ৭টি ওভার-বাউন্ডারি মারেন। রুতুরাজ গায়কোয়াড়ের রেকর্ড স্পর্শ করলেন অটল। ২০২২-২৩ মরসুমের বিজয় হাজারে ট্রফিতে ১ ওভারে ৭টি ওভার-বাউন্ডারি মারেন রুতুরাজ। এবার সেই রেকর্ড স্পর্শ করলেন অটল।
অ্যাবাসিন ডিফেন্ডার্সের বিরুদ্ধে এই ম্যাচে শাহিন হান্টার্সের ইনিংসের ১৯-তম ওভারে বাঁ হাতি স্পিনার আমির জাজাইয়ের ওভারে রেকর্ড গড়েন অটল। ওভারের প্রথম বলটি নো করেন জাজাই। সেই বলে ছক্কা মারেন অটল। দ্বিতীয় বল ওয়াইড হয়। এই বলে ৫ রান হয়। এরপর টানা ৬ বলে ওভার-বাউন্ডারি মারেন অটল। তিনি এই ওভারেই শতরান পূর্ণ করেন। ৪৬ বলে ১১৮ রান করে অপরাজিত থাকেন অটল। তাঁর ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি ও ১০টি ওভার-বাউন্ডারি। অটলের দল নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২১৩ রান করে। জাজাই ৪ ওভার বোলিং করে ৭৯ রান দেন। তিনি ১ উইকেট নেন। রান তাড়া করতে নেমে ১২১ রানে অলআউট হয়ে যায় অ্যাবাসিন ডিফেন্ডার্স। ৯২ রানে জয় পায় শাহিন হান্টার্স।
বিজয় হাজারে ট্রফিতে মহারাষ্ট্রের হয়ে উত্তরপ্রদেশের বিরুদ্ধে ২২০ রান করে অপরাজিত থাকেন রুতুরাজ। সেই ইনিংসে তিনি ১৬টি ওভার-বাউন্ডারি ও ১০টি বাউন্ডারি মারেন। এর মধ্যে ১ ওভারে ৭টি ছক্কা ছিল।
কাবুল প্রিমিয়ার লিগের এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অ্যাবাসিন ডিফেন্ডার্সের অধিনায়ক ফরমানউল্লাহ শফি। তাঁর এই সিদ্ধান্তের খেসারত দিতে হয় দলকে। শাহিন হান্টার্সের ইনিংসে অবশ্য অটল ও মহম্মদ ইশাক (৫০) ছাড়া আর কোনও ব্যাটার ২ অঙ্কের রান করতে পারেননি। অ্যাবাসিন ডিফেন্ডার্সের হয়ে ফরমানউল্লাহ (৪২) লড়াই করেন। বাহার শিনওয়ারি করেন ৩৮ রান। শাহিন হান্টার্সের হয়ে ১১ রান দিয়ে ৩ উইকেট নেন জোহেইব আহমেদজাই। ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন সইদ খান। ৩২ রান দিয়ে ২ উইকেট নেন এসমাতুল্লাহ হাবিবি। ১ উইকেট করে নেন আবদুল মালিক ও জাহিদুল্লাহ।
আরও পড়ুন-
'তুমি সত্যিকারের কিংবদন্তি,' স্টুয়ার্ট ব্রডকে শুভেচ্ছা যুবরাজ সিংয়ের
দুর্বল ওয়েস্ট ইন্ডিজের কাছে ৬ উইকেটে হার, ওডিআই সিরিজ জয় কঠিন করে ফেলল ভারত
বিরাট কোহলিকে আলিঙ্গন, আবেগে কান্না ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার জশুয়া ডা সিলভার মায়ের