বুধবার থেকে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। তার আগের দিন বাংলাদেশের ক্রিকেটারদের বিশ্বকাপ সেমি ফাইনাল দেখতে বারণ করা হল।
ভারত-বাংলাদেশ বিশ্বকাপের মূলপর্বের যোগ্যতা অর্জন করতে না পারলেও, এই ২ দেশেই প্রতিবারের মতোই এবারও বিশ্বকাপ ঘিরে চরম উন্মাদনা রয়েছে। সমাজের অন্যান্য ক্ষেত্রে মানুষের মতো ক্রিকেটাররাও বিশ্বকাপ নিয়ে উত্তেজিত। সবাই বিশ্বকাপের ম্যাচ দেখছেন। মঙ্গলবার রাতে বিশ্বকাপের প্রথম সেমি ফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি আর্জেন্টিনা। বুধবার রাতে দ্বিতীয় সেমি ফাইনালে মরক্কোর মুখোমুখি হবে ফ্রান্স। এরই মধ্যে বুধবার থেকে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। বাংলাদেশের সময় অনুযায়ী বিশ্বকাপের ২ সেমি ফাইনালই শুরু হবে রাত ১টা থেকে। নির্ধারিত সময়ের মধ্যে ম্যাচ শেষ হলেও রাত ৩টে বেজে যাবে। অতিরিক্ত সময় এবং টাইব্রেকার হলে বিশ্বকাপের সেমি ফাইনাল ম্যাচ শেষ হবে রাত ৩টে বেজে ৪৫ মিনিট নাগাদ। টেস্ট ম্যাচ শুরু হবে বাংলাদেশের সময় অনুযায়ী সকাল সাড়ে ৯টা থেকে। ফলে বাংলাদেশের ক্রিকেটাররা যদি রাত জেগে বিশ্বকাপ সেমি ফাইনাল ম্যাচ দেখেন, তাহলে তাঁরা ঘুমের জন্য বেশি সময় পাবেন না। সেই কারণে বাংলাদেশের ক্রিকেটারদের বিশ্বকাপ সেমি ফাইনাল দেখায় নিষেধাজ্ঞা জারি করলেন কোচ রাসেল ডমিঙ্গো।
বাংলাদেশের কোচ বলেছেন, 'টেস্ট ম্যাচের আগের দিন আমাদের তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। এটা সবাইকেই বুঝতে হবে। টেস্ট ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টা থেকে। তাই কারও রাত ৩টে পর্যন্ত জেগে ফুটবল দেখা উচিত নয়। কেউ যদি বিশ্বকাপ দেখার জন্য শেষ রাত পর্যন্ত জেগে থাকে, তাহলে নির্বোধের মতো কাজ করবে। আমাদের দলের কোনও ক্রিকেটার যদি রাত জেগে বিশ্বকাপের ম্যাচ দেখে, তাহলে আমি অত্যন্ত হতাশ হব।'
এখনও পর্যন্ত কোনওদিন ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচ জিততে পারেনি বাংলাদেশে। এবার দেশের মাটিতে সেই জয় পাওয়াই লক্ষ্য বাংলাদেশের ক্রিকেটারদের। সদ্য ওডিআই সিরিজে ভারতের বিরুদ্ধে ২-১ ফলে জয় পেয়েছেন লিটন দাসের দল। ফলে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে বাংলাদেশ দল। এবার টেস্ট ম্যাচেও জয় ছাড়া কিছু ভাবছে না বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের অধিনায়ক শাকিব আল-হাসান খেলবেন কি না, সে বিষয়ে ম্যাচের দিন সকালে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন কোচ। উমরান মালিকের বলে চোট পেয়েছিলেন শাকিব। তাঁর চোটের জায়গায় স্ক্যান করানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই স্ক্যানের রিপোর্ট দেখেই প্রথম টেস্ট ম্যাচে শাকিবের খেলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বাংলাদেশ দলের চিকিৎসক।
আরও পড়ুন-
বুধবার থেকে শুরু ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ, তৈরি রোহিতহীন টিম ইন্ডিয়া
বাংলাদেশের বিরুদ্ধে দ্বিশতরান, ভবিষ্যতে আরও সাফল্যের লক্ষ্যে ঈশান কিষান
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে নেই রোহিত, দলে বাংলার অভিমন্যু ঈশ্বরণ