Mustafizur Rahman: এবারের আইপিএল-এ (IPL 2026) কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) সুযোগ পেলেও, বিসিসিআই-এর (BCCI) নির্দেশে বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান। ফলে বাংলাদেশে (Bangladesh) বিতর্ক তৈরি হয়েছে।

DID YOU
KNOW
?
বিপিএল-এ খেলছেন বাবা-ছেলে
আফগানিস্তানের অলরাউন্ডার মহম্মদ নবি ও তাঁর ছেলে একই দলের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলছেন।

Mustafizur Rahman Controversy: এবারের আইপিএল-এ (IPL 2026) কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) থেকে মুস্তাফিজুর রহমানের বাদ পড়া নিয়ে প্রশ্নে মেজাজ হারালেন আফগানিস্তানের (Afghanistan) তারকা অলরাউন্ডার মহম্মদ নবি (Mohammad Nabi)। তিনি এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (Bangladesh Premier League 2026) নোয়াখালি এক্সপ্রেসের (Noakhali Express) হয়ে খেলছেন। তাঁর সঙ্গে একই দলে খেলছেন ছেলে হাসান আইসাখিল (Hassan Eisakhil)। নবির ছেলের বয়স ১৯ বছর। রবিবার ঢাকা ক্যাপিটালসের (Dhaka Capitals) বিরুদ্ধে নোয়াখালি এক্সপ্রেসের ম্যাচ ছিল। এই ম্যাচের পর বাংলাদেশের এক সাংবাদিক নবিকে মুস্তাফিজুরের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে প্রশ্ন করেন। এই প্রশ্ন শুনে ক্ষুব্ধ হন আফগান তারকা। তিনি বলেন, ‘এর সঙ্গে আমার কী সম্পর্ক? আমার সঙ্গে মুস্তাফিজুরের কী সম্পর্ক? রাজনীতির মধ্যে আমাকে জড়াবেন না। আমি জানি, ও একজন ভালো বোলার। এটুকুই আমি জানি। কিন্তু আপনারা যেভাবে প্রশ্ন করছেন, তার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই।’

বাবা-ছেলের ভালো পারফরম্যান্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন নবি ও হাসান। রবিবার সৌম্য সরকারের (Soumya Sarkar) সঙ্গে ব্যাটিং ওপেন করতে নেমে ১০১ রান যোগ করেন আফগানিস্তানের এই তরুণ। তিনি ৬০ বল খেলে ৯২ রান করেন। তাঁর ইনিংসে ছিল সাতটি বাউন্ডারি ও পাঁচটি ওভার-বাউন্ডারি। সৌম্য ২৫ বল খেলে ৪৮ রান করেন। তিনি সাতটি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি মারেন। নবি ১৩ বল খেলে ১৭ রান করেন। এরপর বল হাতে ভালো পারফরম্যান্স দেখান এই আফগান অলরাউন্ডার। তিনি চার ওভার বোলিং করে ২৩ রান দিয়ে জোড়া উইকেট নেন।

Scroll to load tweet…

ভারতে খেলতে আসবে বাংলাদেশ?

ভারত থেকে টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) ম্যাচ সরানোর জন্য আইসিসি-কে (ICC) আর্জি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)। কিন্তু আইসিসি সেই আর্জিতে সাড়া দেয়নি। ফলে বাংলাদেশ দল ভারতে খেলতে আসবে কি না, সে বিষয়ে এখনও নির্দিষ্ট কিছু জানা যায়নি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।