Bangladesh Premier League: এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগে থাকতেই একের পর এক অপ্রীতিকর ঘটনা দেখা যাচ্ছে। তবে শনিবার যে ঘটনা দেখা গেল, তা কেউই ভাবতে পারেননি। এই ঘটনায় বাংলাদেশের ক্রিকেট মহলে শোকের ছায়া নেমে এসেছে।
KNOW
Dhaka Capitals vs Rajshahi Warriors: শনিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (Bangladesh Premier League) ঢাকা ক্যাপিটালস (Dhaka Capitals) ও রাজশাহী ওয়ারিয়র্সের (Rajshahi Warriors) ম্যাচ শুরু হওয়ার আগেই এক দুুঃখজনক ঘটনা দেখা গেল। মাঠেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলি জাকি (Mahbub Ali Zaki)। শনিবার দুপুরে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে (Sylhet International Cricket Stadium) এই ম্যাচ ছিল। এদিনই চলতি বিপিএল-এ ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচ ছিল। ম্যাচ শুরু হওয়ার ঠিক আগে মাঠে লুটিয়ে পড়েন জাকি। দলের সাপোর্ট স্টাফ ও চিকিৎসকরা ছুটে যান। মাঠেই সিপিআর (Cardiopulmonary Resuscitation) দেওয়া শুরু হয়। এরপর জাকিকে অ্যাম্বুল্যান্সে চড়িয়ে আল-হারামাইন হাসপাতালে (Al Haramain Hospital) নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
শোকপ্রকাশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket Board) মুখ্য চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, জাকির মৃত্যু হয়েছে। ঢাকা ক্যাপিটালস দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সহকারী কোচ এর আগে অসুস্থতার কথা জানাননি। তিনি হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। বিসিবি-র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘মাহবুব আলি জাকির মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তিনি বিসিবি গেম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ পেস বোলিং কোচ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ ছিলেন। আজ দুপুর একটা নাগাদ তিনি প্রয়াত হয়েছেন। বাংলাদেশ ক্রিকেটে ফাস্ট বোলিংয়ের উন্নতিতে মাহবুব আলি জাকির নিষ্ঠা ও অমূল্য অবদান শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হবে। এই অপূরণীয় ক্ষতির মুহূর্তে তাঁর পরিবার, বন্ধুবান্ধব, সহকারী ও ক্রিকেট মহলের প্রতি গভীর শোকপ্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।’
বাংলাদেশের ক্রিকেট মহলে শোকের ছায়া
জাকির অসুস্থতা এবং মৃত্যুর খবর পাওয়ার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড়রা হাসপাতালে যান। সবাই এই ঘটনায় শোকে ভেঙে পড়েছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


