Bangladesh Premier League: বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ বয়কটের ডাক দিলেন ক্রিকেটাররা! টস করতে এলেন শুধু রেফারি

Published : Jan 15, 2026, 03:31 PM IST
Bangladesh Premier League: বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ বয়কটের ডাক দিলেন ক্রিকেটাররা! টস করতে এলেন শুধু রেফারি

সংক্ষিপ্ত

Bangladesh Premier League: টসের জন্য দুপুর ১২.৩০ মিনিট নাগাদ ম্যাচ রেফারি মাঠে আসলেও, দুই দলের অধিনায়ক বা ক্রিকেটাররা কেউই মাঠে আসেননি।

Bangladesh Premier League: ভারত এবং বাংলাদেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্কের অবনতির জেরে বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ তথা বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) ব্যাপক সমস্যা দেখা দিয়েছে (bangladesh premier league boycott news today)। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১টায়, চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের মধ্যে ম্যাচ শুরু হওয়ার কথা ছিল (bangladesh premier league controversy)। 

কিন্তু খবর আসছে, ক্রিকেটাররা এই ম্যাচ বয়কট করেছেন। দুটসের জন্য দুপুর ১২.৩০ মিনিট নাগাদ ম্যাচ রেফারি মাঠে আসলেও, দুই দলের অধিনায়ক বা ক্রিকেটাররা কেউই মাঠে আসেননি। ঠিক কী ঘটছে, তা তিনি জানেন না এবং টসের জন্য মাঠে অপেক্ষা করলেও কেউ আসেনি বলে একটি ক্রিকেট নিউজ ওয়েবসাইটকে জানিয়েছেন ম্যাচ রেফারি শিফার আহমেদ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ বয়কট

প্রসঙ্গত, ঢাকা ক্রিকেট লিগেও ক্রিকেটারদের বয়কটের কারণে একটি ম্যাচ বাতিল হয় বুধবার। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মহম্মদ মিঠুন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে, ভারত এবং বাংলাদেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক স্বাভাবিক করার জন্য আলোচনার পরামর্শ দেওয়ায় সেই দেশের প্রাক্তন ওপেনার ও অধিনায়ক তামিম ইকবালকে 'ভারতীয় এজেন্ট' বলা ক্রিকেট বোর্ডের ডিরেক্টর নাজমুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে, বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ বয়কট করা হবে। কার্যত, কড়া বার্তা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিমধ্যেই একটি বিবৃতি দিয়ে স্পষ্ট করে দিয়েছে যে, নাজমুল ইসলামের মন্তব্য বোর্ডের অবস্থান নয় এবং ক্রিকেটারদের যারা অপমান করবে, তাদের বিরুদ্ধে কঠোর এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তবে ক্রিকেটাররা তাদের অবস্থানে রীতিমতো অনড় রয়েছেন। 

জানা যাচ্ছে, সেই ব্যবস্থা না নেওয়া পর্যন্ত, তারা মাঠেই নামবেন না। তামিম ইকবালকে 'ভারতীয় এজেন্ট' বলার জন্য নাজমুল ইসলামকে বরখাস্ত করার দাবি জানিয়ে ক্রিকেটারদের সংগঠন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কড়া চিঠিও দিয়েছে।

নাজমুল ইসলামের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে?

বোর্ড অবশ্য স্পষ্ট করে দিয়েছে যে, নাজমুল ইসলামের ব্যক্তিগত বিবৃতির জন্য ক্রিকেট বোর্ড কোনওভাবেই দায়ী হতে পারে না এবং আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি ছাড়া অন্য কোনও বিবৃতিই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থান নয়। তবে ক্রিকেটারদের অপমান করার জন্য নাজমুল ইসলামের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে বোর্ড ক্রিকেটারদের আশ্বাস দিলেও, এখনও ক্রিকেটাররা তাদের সিদ্ধান্তে অনড় রয়েছেন।

মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে বাধা দেওয়া নিয়ে বিসিসিআই-এর সিদ্ধান্তের পরেই, ভারত এবং বাংলাদেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্কে ফাটল তৈরি হয়। তারপর থেকেই ঠাণ্ডা লড়াই শুরু। পাল্টা চাপ দেয় বাংলাদেশ সরকার। তারা ক্রিকেট বোর্ডকে নির্দেশ দেয়, গোটা দেশে যেন আইপিএল সম্প্রচার নিষিদ্ধ থাকে। 

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল পত্রপাট তা খারিজ করে দেয়

এছাড়াও আগামী মাসে শুরু হতে চলা টি-২০ ক্রিকেট বিশ্বকাপে নিরাপত্তার কারণে, ভারতে না খেলার দাবি এবং ভেন্যু পরিবর্তনের আবেদন জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরাসরি আইসিসি-র কাছে বার্তা দেয়। যদিও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল পত্রপাট তা খারিজ করে দেয় এবং প্রত্যাখ্যান করে।

আর এইসবের মধ্যেই তামিম ইকবাল মন্তব্য করেন যে, দেশের স্বার্থ এবং ক্রিকেটের ভবিষ্যতের কথা মাথায় রেখে আলোচনার মাধ্যমে ভারত-বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্কের সমস্যার সমাধান করা উচিত। তাঁর এই মন্তব্যের পরেই, নাজমুল ইসলাম সোজাসুজি তামিমকে 'ভারতীয় এজেন্ট' বলে বিতর্কিত মন্তব্য করে বসেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

WPL 2026: ৩৬ বলে ৪৭ রান! হারলিনকে রিটায়ার্ড হার্টের নির্দেশ কেন কোচের? হতবাক অনেকেই
IND vs NZ ODI: দ্বিতীয় একদিনের ম্যাচে ৭ উইকেটে জয় নিউজিল্যান্ডের, জমে গেল সিরিজ