WPL 2026: ৩৬ বলে ৪৭ রান! হারলিনকে রিটায়ার্ড হার্টের নির্দেশ কেন কোচের? হতবাক অনেকেই

Published : Jan 15, 2026, 02:42 PM IST
WPL 2026: ৩৬ বলে ৪৭ রান! হারলিনকে রিটায়ার্ড হার্টের নির্দেশ কেন কোচের? হতবাক অনেকেই

সংক্ষিপ্ত

WPL 2026: শেষ ওভারে হারলিন ঝড় তুলবেন বলে আশা করছিলেন অনেকেই। কিন্তু ডাগআউট থেকে কোচ অভিষেক নায়ার তাঁকে আচমকাই রিটায়ার্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে আসতে বলেন।

WPL 2026: উইমেন্স প্রিমিয়ার লিগে বুধবার, ইউপি ওয়ারিয়র্স বনাম দিল্লী ক্যাপিটালস ম্যাচ চলাকালীন একটি নাটকীয় দৃশ্য সামনে এসেছে (dc vs upw wpl 2026)। এই ম্যাচে, প্রথমে ব্যাট করে ইউপি ওয়ারিয়র্স নির্ধারিত ২০ ওভারে, ১৫৭ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে, দিল্লী ক্যাপিটালস শেষ বলে জয় তুলে নেয় (warriorz vs capitals)। 

সর্বোচ্চ স্কোরার ছিলেন অধিনায়ক মেগ ল্যানিং

এদিন ৩৮ বলে ৫৪ রান করে ইউপি-র হয়ে সর্বোচ্চ স্কোরার ছিলেন অধিনায়ক মেগ ল্যানিং। তৃতীয় উইকেটে হারলিন দেওলের সঙ্গে মেগ ল্যানিং ৫৬ বলে ৮৫ রানের জুটি গড়ে ইউপি ওয়ারিয়র্সকে লড়াকু স্কোরে পৌঁছে দেন। কিন্তু মজার বিষয় হল, ইউপি ওয়ারিয়র্সের ইনিংস যখন চলছে তখন একটি মজার ঘটনা ঘটে। 

ম্যাচের ১৮ ওভারের শুরুতে, ৩৬ বলে ৪৭ রানে ক্রিজে থাকা হারলিন দেওলকে হটাৎই কোচ অভিষেক নায়ার রিটায়ার্ড আউট হয়ে ফিরে আসতে বলেন। এই অদ্ভুত সিদ্ধান্তের জেরে সমর্থকরা এবং হারলিন সবাই কার্যত, অবাক হয়ে যান। খেলার ১৭ ওভারে, ইউপি ওয়ারিয়র্সের হয়ে ৩৬ বলে ৪৭ রান করা হারলিনের সঙ্গে ক্রিজে ছিলেন ৬ বলে ৭ রান করা শ্বেতা শেরাওয়াত। 

শেষ ওভারে হারলিন ঝড় তুলবেন বলে আশা করছিলেন অনেকেই। কিন্তু ডাগআউট থেকে কোচ অভিষেক নায়ার তাঁকে আচমকাই রিটায়ার্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে আসতে বলেন। সেই সময়, হারলিন হাফ সেঞ্চুরি থেকে মাত্র তিন রান দূরে।

কেন এই সিদ্ধান্ত?

কোচের এই সিদ্ধান্ত প্রথমে বিশ্বাসই করতে পারেননি হারলিন। ডাগআউটের দিকে আঙুল দেখিয়ে জিজ্ঞেস করেন যে, আদৌ তাঁকেই বলা হচ্ছে তো? অবশেষে হতাশ হয়েই হারলিন ফিরে যান। কিন্তু হারলিনকে ফিরিয়ে এনে শেষ ওভারে ঝড় তোলার জন্য অভিষেক নায়ার যাকে ক্রিজে পাঠান, সেই ক্লো ট্রায়ন আদতে বিশেষ কিছু করতে পারেননি। তিন বল খেলে ট্রায়ন মাত্র এক রান করে শ্রী চারিণীর বলে আউট হন। 

এরপর মারিজান ক্যাপ, শ্বেতা শেরাওয়াত এবং দীপ্তি শর্মাও আউট হয়ে গেলে ইউপি ওয়ারিয়র্সের স্কোর নির্ধারিত ২০ ওভারে, ১৫৪ রানে থেমে যায়।

 

 

হারলিন রিটায়ার্ড আউট হওয়ার পর, ১৮ বলে মাত্র ১৩ রান তুলতে সক্ষম হয় ইউপি ওয়ারিয়র্স। জবাবে ব্যাট করতে নেমে, লিজেল লি (৪৪ বলে ৬৭), শেফালি ভার্মা (৩২ বলে ৩৬), লরা ভলভার্ট (২৫) এবং অধিনায়ক জেমিমা রড্রিগেজের (১৪ বলে ২১) ব্যাটিং নৈপুণ্যের উপর ভর করে দিল্লী শেষ বলেই লক্ষ্যমাত্রায় পৌঁছে যায়। 

উল্লেখ্য, উইমেন্স প্রিমিয়ার লিগের ইতিহাসে হারলিন দেওল হলেন দ্বিতীয় ক্রিকেটার, যিনি রিটায়ার্ড আউট হলেন। এর আগে মঙ্গলবার, গুজরাত জায়ান্টসের আয়ুষী গোস্বামী প্রথম ক্রিকেটার হিসেবে রিটায়ার্ড আউট হন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs NZ ODI: দ্বিতীয় একদিনের ম্যাচে ৭ উইকেটে জয় নিউজিল্যান্ডের, জমে গেল সিরিজ
টি-২০ বিশ্বকাপ ২০২৬: প্রস্তুতির জন্য চলতি মাসেই পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া