আসছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, পাকিস্তানের ব্যবস্থাপনা খতিয়ে দেখতে যাচ্ছেন আইসিসি প্রতিনিধিরা

নজরে এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy)। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি সুষ্ঠুভাবে আয়োজন করতে মরিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)।

নজরে এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy)। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি সুষ্ঠুভাবে আয়োজন করতে মরিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)।

আর সেই লক্ষ্যেই ইতিমধ্যেই শুরু হয়ে গেছে স্টেডিয়াম সংস্কারের কাজ সহ অন্যান্য প্রস্তুতি। এবার আয়োজক দেশের প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে যাবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের বিশেষ প্রতিনিধি দল।

Latest Videos

তবে আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি কীভাবে আয়োজিত হবে, তা এখনও নিশ্চিত নয়। রোহিত শর্মা এবং বিরাট কোহলিদের আদৌ পাকিস্তানে খেলতে পাঠানো হবে কিনা, সেই নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। ফলে, রয়েছে বিরাট সংশয়।

কিন্তু নিজেদের দেশে এই প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে ভীষণ আত্মবিশ্বাসী পাকিস্তানের ক্রিকেট বোর্ডের (PCB) কর্তারা। তাই পিসিবির প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে সেই দেশে প্রতিনিধি দল পাঠাচ্ছে আইসিসি। সূত্রের খবর, আগামী ১০ দিনের মধ্যে পাকিস্তানে পৌঁছে যেতে পারেন আইসিসির প্রতিনিধিরা।

মূলত, প্রতিযোগিতার প্রধান বিষয়গুলির প্রস্তুতি খতিয়ে দেখবেন তারা। সেইসঙ্গে, নিরাপত্তা ব্যবস্থা নিয়েও পিসিবি কর্তাদের সঙ্গে আলোচনা করতে পারেন আইসিসির প্রতিনিধিরা। পিসিবির এক কর্তা জানিয়েছেন, “আইসিসির প্রতিনিধি দলের সফরের পরেই প্রতিযোগিতার সূচি এবং টিকিট বিক্রির বিষয়টি ঘোষণা করা হবে। একটু দেরি হয়ে গেছে। তবে আমাদের আশা, আইসিসি খুব দ্রুত সবকিছু ঘোষণা করবে।”

তিনি আরও যোগ করেছেন, “পরিকল্পনা অনুযায়ী এইমুহূর্তে পুরোদমে প্রস্তুতির কাজ চলছে। স্টেডিয়ামগুলির যা যা সংস্কার প্রয়োজন, সবকিছু করা হচ্ছে। বাকিটা আইসিসির ব্যাপার। ওদের সিদ্ধান্ত নিতে হবে।”

প্রসঙ্গত, কয়েকদিন আগেই পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি জানান, “আগামী ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানেই হবে। আমরা আইসিসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছি। জয় শাহের সঙ্গেও যোগাযোগ রাখছি। জয় আইসিসির পরবর্তী চেয়ারম্যান হওয়ায় আমরা একদমই চিন্তিত নই।”

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul
Naihati-তে কার পাল্লা ভারী? ফল ঘোষণার আগে উত্তেজনা তুঙ্গে গোটা এলাকায় | Naihati By Election Results
ট্যাব কেলেঙ্কারির প্রতিবাদে শিক্ষকদের জোরদার বিক্ষোভ! দাবি সঠিক তদন্তের! | Bengal Tab Scam
'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের (TMC) পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)
Bear Rescue Operation | বরফের মধ্যে ভাল্লুকের প্রান বাঁচাল ভারতীয় সেনা, দেখুন দুঃসাহসিক ভিডিও