হরমনপ্রীতের অপরাজিত অর্ধশতরান, বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে সহজ জয় ভারতের

Published : Jul 09, 2023, 05:24 PM ISTUpdated : Jul 09, 2023, 05:46 PM IST
Women Cricket

সংক্ষিপ্ত

মহিলা ক্রিকেটে গত কয়েক বছরে অনেক উন্নতি করেছে ভারত। সেই তুলনায় এখনও উন্নতি করতে পারেনি বাংলাদেশ। ফলে টি-২০ সিরিজে এগিয়ে থেকেই খেলতে নেমেছেন হরপমনপ্রীত কউররা।

টি-২০ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে সহজেই ৭ উইকেটে হারিয়ে ১-০ এগিয়ে গেল ভারতীয় দল। ম্যাচের সেরা ভারতের অধিনায়ক হরমনপ্রীত কউর। তিনি ৩৫ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন। হরমনপ্রীতের ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি। ৩৮ রান করেন ওপেনার স্মৃতি মন্ধানা। অপর ওপেনার শেফালি ভার্মা (০) অবশ্য রান পাননি। ৩ নম্বরে ব্যাটিং করতে নামা জেমাইমা রডরিগেজ করেন ১১ রান। ৯ রান করে অপরাজিত থাকেন ইয়াস্তিকা ভাটিয়া। ভারতের বোলারদের মধ্যে ১ উইকেট করে নেন পূজা বস্ত্রকর, মিন্নু মণি ও শেফালি। মঙ্গলবার এই সিরিজের দ্বিতীয় ম্যাচ। সেই ম্যাচ জিতলেই টি-২০ সিরিজ দখল করবে ভারত। এরপর ২ দল ৩ ম্যাচের ওডিআই সিরিজ খেলবে।

রবিবার ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম টি-২০ ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন হরমনপ্রীত। তাঁর এই সিদ্ধান্ত ঠিক প্রমাণিত হয়। প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ১১৪ রান করে বাংলাদেশ। সর্বাধিক ২৮ রান করেন স্বর্ণা আখতার। ২৩ রান করেন শোভনা মোস্তারি। ২২ রান করেন ওপেনার সাথী রানি। অপর ওপেনার শামিমা সুলতানা করেন ১৭ রান। ঋতু মণি করেন ১১ রান। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি করেন ২ রান।

১১৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারতীয় দলের কোনও সমস্যাই হয়নি। তৃতীয় বলেই শেফালির উইকেট হারাতে হলেও, চাপে পড়েনি ভারত। দলের ২১ রানের মাথায় আউট হয়ে যান জেমাইমা। এরপর ক্রিজে যান হরমনপ্রীত। তিনি স্মৃতির সঙ্গে মিলে দলের স্কোর ৯১-এ পৌঁছে দেন। এই জুটিই ভারতের জয় নিশ্চিত করে দেয়। বাংলাদেশের হয়ে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন সুলতানা খাতুন। ১৮ রান দিয়ে ১ উইকেট নেন মারুফা আখতার।

দলকে জেতানোর পর ম্যাচের সেরা হরমনপ্রীত বলেছেন, ‘আমরা পরিকল্পনা অনুযায়ী ঠিকমতো খেলতে পেরেছি। আমাদের দল দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। প্রথম ৬ ওভারে আমাদের বোলাররা কেমন বোলিং করে, সেটা দেখতে চেয়েছিলাম। দীপ্তি (শর্মা) অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো বোলিং করেছে। স্মৃতি আজ ওর চরিত্রের পরিচয় দিয়েছে। এরকম ব্যাটিং লাইনআপ থাকলে খুব বেশি চিন্তা করতে হয় না। ৪-৫ ওভার বাকি থাকতেই আমরা ম্যাচ শেষ করে দিতে চেয়েছিলাম। আমরা সেটা করতে পেরেছি। এই পারফরম্যান্সে আমি খুব খুশি।’

আরও পড়ুন-

ওডিআই বিশ্বকাপ আয়োজন করতে হবে হাইব্রিড মডেলে, দাবি পাকিস্তানের ক্রীড়ামন্ত্রীর

তামিম ইকবালকে নিয়ে ডামাডোলের মধ্যেই আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ হারল বাংলাদেশ

MS Dhoni: পোষ্য সারমেয়দের সঙ্গে কেক কাটলেন ধোনি, উচ্ছ্বসিত অনুরাগীরা

PREV
click me!

Recommended Stories

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত
আইপিএল ২০২৬: দুবাইয়ে পিকলবল খেললেন, আগের মতোই ফিট হয়ে উঠেছেন ধোনি