সংক্ষিপ্ত

ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের যোগদান নিয়ে জটিলতা অব্যাহত। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ উচ্চ পর্যায়ের কমিটি গড়ার পরেও টালবাহানা থামছে না।

ওডিআই বিশ্বকাপ ঘিরে ভারত-পাকিস্তানের কূটনৈতিক দ্বন্দ্ব ক্রমশঃ জটিল আকার ধারণ করছে। আইসিসি ও বিসিসিআই-এর উপর চাপ তৈরির চেষ্টা চালাচ্ছে পাকিস্তান সরকার। বিশ্বকাপের সূচি প্রকাশের পর হঠাৎ নতুন দাবি তুললেন পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী এহসান মাজারি। তাঁর দাবি, ‘আমার মতে, ভারত যদি নিরপেক্ষ কেন্দ্রে এশিয়া কাপ আয়োজন করার দাবি জানাতে পারে, তাহলে আমাদেরও ভারতে ওডিআই বিশ্বকাপের ক্ষেত্রেও একই দাবি জানানো উচিত। যেহেতু পাকিস্তান ক্রিকেট বোর্ড আমার মন্ত্রকের আওতায় রয়েছে, সেই কারণে আমি এই দাবি জানানোর পক্ষে।’ পাকিস্তানের ক্রীড়ামন্ত্রীর এই মন্তব্যের পর বিশ্বকাপে দল পাঠানো নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ওডিআই বিশ্বকাপে দল পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন। সেই কমিটিতে আছেন ক্রীড়ামন্ত্রী, বিদেশমন্ত্রী-সহ বেশ কয়েকজন। এ প্রসঙ্গে পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী বলেছেন, 'বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারির নেতৃত্বে যে কমিটি গঠন করা হয়েছে, তাতে ১১ জন মন্ত্রীর মধ্যে আমিও আছি। আমরা ওডিআই বিশ্বকাপে দল পাঠানো নিয়ে আলোচনা করে প্রধানমন্ত্রীকে মতামত জানিয়ে দেব। প্রধানমন্ত্রী পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্যাট্রন-ইন-চিফ। প্রধানমন্ত্রীই ওডিআই বিশ্বকাপে দল পাঠানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।'

এবারের এশিয়া কাপ হচ্ছে হাইব্রিড মডেলে। এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করে পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী বলেছেন, ‘এশিয়া কাপের আয়োজক হিসেবে নিজেদের দেশে সব ম্যাচ আয়োজন করার অধিকার আছে পাকিস্তানের। ক্রিকেটপ্রেমীদের এটাই চাহিদা। আমিও হাইব্রিড মডেলের বিরোধিতা করছি। ভারত ক্রীড়াক্ষেত্রে রাজনীতি নিয়ে আসছে। ভারত সরকার কেন পাকিস্তানে ক্রিকেট দল পাঠাতে চইছে না সেটা আমি বুঝতে পারছি না। কিছুদিন আগেই ভারতের বাস্কেটবল দল ইসলামাবাদে খেলতে এসেছিল। ভারতের ব্রিজ দলও পাকিস্তানে খেলতে এসেছিল। ৬০ জনের বেশি মানুষ সেখানে ছিলেন। আমিই প্রধান অতিথি ছিলাম। ভারতীয় দল এখান থেকে জয় পেয়ে দেশে ফেরে। পাকিস্তানের ফুটবল, হকি, দাবা দলও ভারতে খেলতে গিয়েছে।’

সম্প্রতি সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে বেঙ্গালুরুতে এসেছিল পাকিস্তানের ফুটবল দল। মরিশাস থেকে সরাসরি ভারতে আসেন পাকিস্তানের ফুটবলাররা। ভারতের ভিসা পেতে দেরি হওয়ায় সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচের কয়েক ঘণ্টা আগে বেঙ্গালুরু পৌঁছয় পাকিস্তান দল। প্রথম ম্যাচে ভারতের বড় ব্যবধানে হেরে যায় পাকিস্তান। হ্যাটট্রিক করেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। সাফ চ্যাম্পিয়নশিপে একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি পাকিস্তান।

আরও পড়ুন-

তামিম ইকবালকে নিয়ে ডামাডোলের মধ্যেই আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ হারল বাংলাদেশ

৩ বল করতে লাগল ৪ মিনিট ৪৩ সেকেন্ড! দলীপ ট্রফি সেমি-ফাইনালে বিতর্কে উত্তরাঞ্চল

MS Dhoni: পোষ্য সারমেয়দের সঙ্গে কেক কাটলেন ধোনি, উচ্ছ্বসিত অনুরাগীরা