রবিবার প্রথম টি-২০ ম্যাচ, বাংলাদেশকে হাল্কাভাবে নিচ্ছেন না হরমনপ্রীত কউর

ভারতের মহিলা দল গত কয়েক বছর ধরে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে। বিশ্বের অন্যতম সেরা হয়ে উঠেছেন হরমনপ্রীত কউর, স্মৃতি মন্ধানারা। বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজেও জয়ের লক্ষ্যে ভারতের মহিলা দল।

রবিবার শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ মহিলা দলের টি-২০ সিরিজ। প্রথম ম্যাচ ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচ। এরপর বৃহস্পতিবার সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ। ৩টি ম্যাচই হবে শের-ই-বাংলা স্টেডিয়ামে। বাংলাদেশের বিরুদ্ধে এই সিরিজে জয়ই লক্ষ্য বলে জানিয়েছেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কউর। তবে তিনি বাংলাদেশকে মোটেই হাল্কাভাবে নিতে নারাজ। কারণ, বাংলাদেশের মহিলা দল খেলছে নিজেদের দেশে। হরমনপ্রীত বলেছেন, ভারতীয় দল এই টি-২০ সিরিজকে ইতিবাচক হিসেবেই দেখছে। ভালো পারফরম্যান্স দেখিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়াই ভারতীয় দলের লক্ষ্য। বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ভারতীয় দল।

হরমনপ্রীত বলেছেন, ‘বাংলাদেশ খুব ভালো দল। দেশের মাটিতে বরাবরই ভালো ক্রিকেট খেলে বাংলাদেশ দল। ওরা যখন ভালো ক্রিকেট খেলে, তখন ওদের হারানো খুব কঠিন। আমরা নিজেদের কাজটা ভালোভাবে করতে চাই। যেটা করলে ভালো ফল পাওয়া যায়, আমরা ঠিক সেটাই করতে চাই। কে ভালো, কে খারাপ, সেসব নিয়ে আমরা ভাবতে চাই না। আমরা শুধু ভালো ক্রিকেট খেলে যেতে চাই। সেটাই আমাদের একমাত্র লক্ষ্য।’

Latest Videos

ভারতের মহিলা ক্রিকেট দলের প্রধান কোচ নুশিন আল-খাদির বলেছেন, 'আমরা বাংলাদেশের বিরুদ্ধে পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটব না। আমরা সেরা একাদশ নিয়েই বাংলাদেশের বিরুদ্ধে খেলব। বিশেষ করে প্রথম ম্যাচে তো সেরা দল নিয়েই খেলব আমরা। আমাদের কাছে সব ম্যাচই গুরুত্বপূর্ণ। পরীক্ষা-নিরীক্ষা করার জায়গাই নেই। আমরা সেরা দল নিয়েই খেলব। কারণ, জয়ই আমাদের একমাত্র লক্ষ্য। আমি নিশ্চিত, বাংলাদেশও একইরকম মনোভাব নিয়ে খেলতে নামবে। ফলে আমরা কোনওভাবেই পরীক্ষা-নিরীক্ষা করার পথে হাঁটছি না। পরীক্ষা-নিরীক্ষা কোনও সময়ই অনুপ্রেরণা হতে পারে না।'

ভারত ও বাংলাদেশের মহিলা ক্রিকেট দল টি-২০ ম্যাচে ১৩ বার মুখোমুখি হয়েছে। ভারতীয় দলের দাপট প্রশ্নাতীত। বাংলাদেশ মহিলা দলের বিরুদ্ধে ১১টি টি-২০ ম্যাচে জয় পেয়েছে ভারতের মহিলা দল। রবিবারও জয়ই একমাত্র লক্ষ্য ভারতীয় দলের।

ভারতের মহিলা ক্রিকেট দল অনেক উন্নতি করেছে। হরমনপ্রীত ছাড়াও স্মৃতি মন্ধানা, জেমাইমা রডরিগেজ, হারলিন দেওল, শেফালি ভার্মারা আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন। উইমেনস প্রিমিয়ার লিগ চালু হওয়ার পর ভারতের মহিলা ক্রিকেটের উন্নতি হবে বলেই আশা করছেন বিশেষজ্ঞরা। এবারের এশিয়া কাপে যোগ দেবে ভারতের মহিলা ও পুরুষ দল। এশিয়া কাপে পদক জেতাই হরমনপ্রীতদের লক্ষ্য।

আরও পড়ুন-

বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে অলআউট অস্ট্রেলিয়া, হেডিংলিতে জয়ের লক্ষ্যে ইংল্যান্ড

তামিম ইকবালকে নিয়ে ডামাডোলের মধ্যেই আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ হারল বাংলাদেশ

MS Dhoni: পোষ্য সারমেয়দের সঙ্গে কেক কাটলেন ধোনি, উচ্ছ্বসিত অনুরাগীরা

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
অসমে অ্যাকশন শুরু! খপাখপ শয়তান জঙ্গিগুলোকে ধরল পুলিশ | Murshidabad Latest News | Bangla News
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন