এশিয়া কাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এশিয়া কাপের প্রস্তুতি শুরু করে দিয়েছেন ক্রিকেটাররা। তবে অন্যদের চেয়ে একটু আলাদা প্রস্তুতি নিচ্ছেন মহম্মদ নাঈম শেখ।
সেনাবাহিনীর প্রশিক্ষণে নানা কার্যকলাপ দেখা যায়। ক্রিকেটে ফিটনেস বাড়ানোর জন্য নানা কসরত করতে দেখা গেলেও, এর আগে কোনও ক্রিকেটারকে আগুনের উপর দিয়ে হাঁটতে দেখা যায়নি। এবার এই কাণ্ড করলেন বাংলাদেশের ক্রিকেটার মহম্মদ নাঈম শেখ। তিনি এশিয়া কাপের প্রস্তুতির জন্য আগুনের উপর দিয়ে হাঁটছেন। মানসিক শক্তি বৃদ্ধি করার জন্যই এই প্রশিক্ষণ নিচ্ছেন নাঈম। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। বাংলাদেশের এই ক্রিকেটারকে খালি পায়ে চাদরের মতো বিছিয়ে রাখা জ্বলন্ত কয়লার উপর দিয়ে সাবলীলভাবে হাঁটতে দেখা যাচ্ছে। আগুনের উপর দিয়ে হেঁটে যাওয়ার পরেই ভেজা স্পঞ্জের উপর পা রাখেন নাঈম। আগুনে তাঁর পায়ের কোনওরকম ক্ষতি হয়নি। এই প্রশিক্ষণের সময় নাঈমের পাশে ছিলেন প্রশিক্ষক সাবিত রেহমান। বাংলাদেশ প্রিমিয়ার লিগের গত মরসুমে রংপুর রাইডার্সের সঙ্গে যুক্ত ছিলেন রেহমান। তিনি ক্রিকেটারদের মানসিকভাবে শক্তিশালী করে তোলার জন্য নানারকম প্রশিক্ষণের ব্যবস্থা করেন। এশিয়া কাপের আগে মানসিক শক্তি বাড়ানোর জন্য এই প্রশিক্ষকেরই দ্বারস্থ হয়েছেন নাঈম।
সাহায্য করার জন্য রেহমানকে ধন্যবাদ জানিয়েছেন নাঈম। একইসঙ্গে তিনি জাতীয় দলের সতীর্থ তাসকিন আহমেদ ও নুরুল হাসান সোহানকে ধন্যবাদ জানিয়েছেন। মানসিক শক্তি বাড়িয়ে এবারের এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখাতে চান নাঈম।
এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে উল্লেখযোগ্য কিছু করতে পারেননি নাঈম। ২০১৯ থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন এই ব্যাটার। এখনও পর্যন্ত ২২টি টি-২০ ম্যাচ, ৪টি ওডিআই ম্যচ এবং ১টি টেস্ট ম্যাচ খেলেছেন নাঈম। টি-২০ ফর্ম্যাটে তিনি ৪টি অর্ধশতরান করেছেন। মোট রান ৫৭০। ব্যাটিংয়ের গড় ২৭.১৪। সর্বাধিক স্কোর ৮১। ওডিআই ফর্ম্যাটে নাঈমের রেকর্ড খুব খারাপ। এখনও পর্যন্ত মোট ১০ রান করেছেন। সর্বাধিক স্কোর ৯। ব্যাটিংয়ের গড় মাত্র ২.৫০। ফলে এবারের এশিয়া কাপের দলে থাকলেও, খেলার সুযোগ পাওয়ার আশা কম। তবে তৈরি থাকছেন নাঈম।
৩১ আগস্ট শ্রীলঙ্কার ক্যান্ডিতে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ৩ সেপ্টেম্বর লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সুপার ফোরের যোগ্যতা অর্জন করতে হলে জয় পেতে হবে বাংলাদেশকে।
এশিয়া কাপে বাংলাদেশ দলে আছেন- শাকিব আল-হাসান, লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহিদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মেহদি, নাসুম আহমেদ, শামিম হোসেন, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন ও মহম্মদ নাঈম শেখ।
আরও পড়ুন-
'মায়ের স্বপ্নপূরণ হল,' জাতীয় দলের হয়ে অভিষেকের পর বললেন রিঙ্কু সিং
'বাবরের মতো ধারাবাহিক নন বিরাট, বিশ্বকাপে ভারতকে হারাতে পারে পাকিস্তান,' দাবি আকিব জাভেদের
Virat Kohli Fitness : ছুটি তো কী? জিমে গা ঘামানো অব্যাহত বিরাট কোহলির