আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। এবার জাতীয় দলের হয়েও অভিষেক হল রিঙ্কু সিংয়ের। যদিও অভিষেক ম্যাচে ব্যাটিং করার সুযোগ পাননি।
শুক্রবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে রিঙ্কু সিংয়ের। প্রথম ম্যাচে বিশেষ অবদান রাখতে পারেননি। তবে দল জয় পেয়েছে। পরের ম্যাচে ব্যাটিং করার সুযোগ পেলে ভালো পারফরম্যান্স দেখাতে চান। জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন রিঙ্কু। বলেছেন, 'জাতীয় দলে ডাক পাওয়ার জন্য অনেক ঘাম ও রক্ত ঝরাতে হয়েছে। কোনওরকম সাহায্য পাইনি, আর্থিক প্রতিবন্ধকতাও ছিল। তা সত্ত্বেও আমি খেলা চালিয়ে যেতে পেরেছি। কারণ, আমি খেলা ভালোবাসি। আমি সবসময় পরিবারকে একটি ভালো জীবন দিতে চেয়েছি। এই ইচ্ছাই আমাকে খেলা চালিয়ে যেতে সাহায্য করেছে। আমি খেলায় উন্নতি করতে পারলে তবেই পরিবারকে সুন্দর জীবন দেওয়া সম্ভব হত। আমার নিজের উপর বিশ্বাস ছিল। সেটাই আমাকে শক্তিশালী করে তোলে। এর ফলে আমি ক্রিকেট খেলা চালিয়ে যেতে পেরেছি। আমার কেরিয়ার নতুন মোড় নিয়েছে।'
রিঙ্কু আরও বলেছেন, 'আমি জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাওয়ায় পরিবারের সবাই খুব খুশি। আমার মা সবসময় কঠোর পরিশ্রম করতে বলেন। তিনি বলতেন, জাতীয় দলে সুযোগ পেতে গেলে পরিশ্রম করতে হবে। এখন আমি জাতীয় দলে সুযোগ পেয়েছি। ফলে মায়ের স্বপ্নপূরণ হয়েছে। আমি পরিবারের আর্থিক সঙ্কট দেখেছি। আমি ক্রিকেটের মাধ্যমে পরিবারের আর্থিক সমস্যা দূর করতে চেয়েছিলাম। পরিবারের আর্থিক অবস্থা ফেরানোর বাসনাই আমাকে ক্রিকেট খেলা চালিয়ে যেতে সাহায্য করেছে। তার ফলেই আমি কঠোর পরিশ্রম করতে পেরেছি। কখনও মনোবল হারাইনি। আমার জীবনে পরিবারের বড় ভূমিকা আছে। আমাকে সাহায্য করার জন্য বাড়িতে টাকা ছিল না, তখন মা টাকা ধার করে আমাকে দেন। তার ফলে আমি খেলা চালিয়ে যেতে পেরেছি। পরিবারের সাহায্য ছাড়া আমি এই জায়গায় পৌঁছতে পারতাম না।'
আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পাশাপাশি এশিয়ান গেমসেও ভারতীয় দলে সুযোগ পেয়েছেন রিঙ্কু। এই সুযোগ কাজে লাগানোই তাঁর লক্ষ্য। ভারতীয় দলের নতুন সদস্য বলেছেন, ‘আমি এতদিন যেভাবে প্রস্তুতি নিয়েছি, আন্তর্জাতিক ক্রিকেটের জন্যও একইভাবে তৈরি হচ্ছি। তবে আন্তর্জাতিক ক্রিকেটের চাপ একটু বেশি। আমি আইপিএল-এ যেভাবে খেলেছি, এখানেও সেভাবেই খেলতে চাই। ঠান্ডা মাথায় দল আমাকে যে দায়িত্ব দিচ্ছে সেটাই পালন করে যেতে চাই। আমার ক্ষমতা অনুযায়ী খেলে যাওয়াই লক্ষ্য। দলকে কাঙ্খিত সাফল্য এনে দেওয়ার জন্য ১০০ শতাশ দেব। যতদিন সম্ভব দলের হয়ে খেলে যেতে চাই।’
আরও পড়ুন-
'বাবরের মতো ধারাবাহিক নন বিরাট, বিশ্বকাপে ভারতকে হারাতে পারে পাকিস্তান,' দাবি আকিব জাভেদের
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ দেখতে যাওয়ার জন্য জয় শাহকে আমন্ত্রণ পিসিবি-র
Virat Kohli Fitness : ছুটি তো কী? জিমে গা ঘামানো অব্যাহত বিরাট কোহলির