ম্যাচে ১১ উইকেট ওয়াশিংটন সুন্দরের, ব্যাটারদের ব্যর্থতায় পুণে টেস্টে হারের আশঙ্কায় ভারত

Published : Oct 25, 2024, 05:49 PM ISTUpdated : Oct 25, 2024, 06:09 PM IST
washington sundar

সংক্ষিপ্ত

পুণেতে ভারত-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ পঞ্চম দিনে গড়াচ্ছে না। শনিবার তৃতীয় দিনেই ম্যাচ শেষ হয়ে যেতে পারে। 

বেঙ্গালুরুর পর পুণে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফের চাপে ভারতীয় দল। পুণেতে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের শেষেই জয়ের গন্ধ পাচ্ছে নিউজিল্যান্ড দল। দ্বিতীয় দিনের শেষে ভারতের চেয়ে ৩০১ রানে এগিয়ে কিউয়িরা। দ্বিতীয় ইনিংসে টম ল্যাথামের দলের স্কোর ৫ উইকেটে ১৯৮। দিনের শেষে ক্রিজে টম ব্লান্ডেল (৩০) ও গ্লেন ফিলিপস (৯)। এই ইনিংসে নিউজিল্যান্ডের হয়ে সর্বাধিক ৮৬ রান করেছেন অধিনায়ক ল্যাথাম। প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করা ওপেনার ডেভন কনওয়ে দ্বিতীয় ইনিংসে ১৭ রান করেন। উইল ইয়াং করেন ২৩ রান। ৯ রান করেই আউট হয়ে যান রাচিন রবীন্দ্র। ড্যারিল মিচেল করেন ১৮ রান।

ওয়াশিংটন সুন্দরের অসাধারণ বোলিং

পুণে টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ৫৯ রান দিয়ে ৭ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত ১৯ ওভার বোলিং করে ৫৬ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন ওয়াশিংটন সুন্দর। এই অফস্পিনার অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন। এই ম্যাচে তিনি এখনও পর্যন্ত ১১ উইকেট নিয়েছেন। প্রথম উইকেটে ৬৪ রান দিয়ে ৩ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত ১৭ ওভার বোলিং করে একটি মেডেন-সহ ৬৪ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলের হয়ে বোলিং আক্রমণ শুরু করেন অশ্বিন-ওয়াশিংটন। ১১ ওভার বোলিং করে একটি মেডেন-সহ ৫০ রান দিয়েছেন রবীন্দ্র জাডেজা। ৬ ওভার বোলিং করে একটি মেডেন-সহ ২৫ রান দিয়েছেন জসপ্রীত বুমরা। দ্বিতীয় ইনিংসে এখনও বোলিংয়ের সুযোগ পাননি আকাশ দীপ।

ঘুরে দাঁড়াতে পারবে ভারত?

পুণে টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ১৫৬ রানে অলআউট হয়ে গিয়েছে ভারতীয় দল। কোনও ব্যাটারই অর্ধশতরান করতে পারেননি। সর্বাধিক ৩৮ রান করেন জাডেজা। ওপেনার যশস্বী জয়সোয়াল করেন ৩০ রান। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ৩০ রান করেন শুবমান গিল। অধিনায়ক রোহিত শর্মা (০), বিরাট কোহলি (০) ব্যর্থ। ঋষভ পন্থ করেন ১৮ রান। সরফরাজ খান করেন ১১ রান। এই ম্যাচ জিততে হলে দ্বিতীয় ইনিংসে বিশাল টার্গেট তাড়া করতে হবে ভারতীয় দলকে। কাজটা অত্যন্ত কঠিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'টেস্ট মরসুমের আগে ঘরোয়া ক্রিকেট খেললে ভালো করত,' বিশ্বসেরা ব্যাটার সম্পর্কে এ কী বললেন কুম্বলে!

বাংলাদেশের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চাপে পড়ল ভারত?

টেস্ট ক্রিকেটে ৫৩১-তম শিকার, সপ্তম সর্বাধিক উইকেট প্রাপক রবিচন্দ্রন অশ্বিন

PREV
click me!

Recommended Stories

WTC Points Table 2025-27: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার শীর্ষস্থান প্রায় পাকা! ইংল্যান্ডের পতন?
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিকের সামনে মেগা রেকর্ডের হাতছানি?