কয়েকদিন আগেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল, নির্বাচক হলে প্রধান নির্বাচকই হবেন প্রাক্তন পেসার অজিত আগরকর। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা করা হল।
সর্বসম্মতিক্রমে প্রাক্তন পেসার অজিত আগরকরকে প্রধান নির্বাচক নিয়োগ করল বিসিসিআই-এর ক্রিকেট পরামর্শদাতা কমিটি। মঙ্গলবার এই ঘোষণা করা হল। এদিন নির্বাচক পদের জন্য আবেদনকারীদের সাক্ষাৎকার নেন ক্রিকেট পরামর্শদাতা কমিটির সদস্য সুলক্ষণা পণ্ডিত, অশোক মালহোত্রা ও যতীন পারাঞ্জপে। আগরকরকেই নির্বাচক করা হল। এর আগেও একাধিকবার নির্বাচক হওয়ার জন্য আবেদন করেছিলেন আগরকর। কিন্তু তখন তাঁর পক্ষে নির্বাচক হওয়া সম্ভব হয়নি। এবার সরাসরি প্রধান নির্বাচক হয়ে গেলেন। এই পেসার দেশের হয়ে ২৬টি টেস্ট ম্যাচ, ১৯টি ওডিআই ম্যাচ এবং ৪টি টি-২০ ম্যাচ খেলেছেন। এছাড়া ১১০টি প্রথম শ্রেণির ম্যাচও খেলেছেন আগরকর। ২৭০টি লিস্ট এ ম্যাচ এবং ৬২টি টি-২০ ম্যাচও খেলেছেন এই পেসার। বর্তমান নির্বাচক কমিটিতে বাকি যে ৪ জন সদস্য আছেন, তাঁদের চেয়ে অভিজ্ঞতায় অনেক এগিয়ে আগরকর। সেই কারণেই তাঁকে প্রধান নির্বাচক করা হল।
ভারতীয় দলের হয়ে অনেক সাফল্য পেয়েছেন আগরকর। ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। এখনও ওডিআই ম্যাচে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড আগরকরের দখলে। ২০০০ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১ বলে অর্ধশতরান করেন আগরকর। সেই রেকর্ড এখনও অন্য কোনও ভারতীয় ব্যাটার ভাঙতে পারেননি। প্রায় এক দশক সবচেয়ে কম ওডিআই ম্যাচ খেলে ৫০ উইকেট নেওয়ার রেকর্ড ছিল আগরকরের দখলে। তিনি ২৩ ম্যাচে ৫০ উইকেট নেন।
প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর মুম্বইয়ের সিনিয়র দলের প্রধান নির্বাচক নিযুক্ত হন আগরকর। আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের কোচিং স্টাফের সদস্যও ছিলেন তিনি। তবে সম্প্রতি তাঁকে অব্যাহতি দিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। সেই কারণেই জাতীয় দলের নির্বাচক হতে কোনও সমস্যা ছিল না আগরকরের। নতুন নির্বাচক কমিটি গঠন হওয়ার পর এতদিন ৪ জন নির্বাচক কাজ চালাচ্ছিলেন। এবার পঞ্চম নির্বাচকের শূন্যস্থান পূরণ করলেন আগরকর। শিবসুন্দর দাস, সুব্রত বন্দ্যোপাধ্যায়, সলিল আঙ্কোলা ও শ্রীধরন শরতের সঙ্গে এবার থেকে দল গঠন করবেন আগরকর।
মঙ্গলবারই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন সচিন তেন্ডুলকর। সেই ছবিতে দেখা যাচ্ছে, লন্ডনে জাতীয় দলের প্রাক্তন সতীর্থ আগরকর ও যুবরাজ সিংয়ের সঙ্গে বসে খাচ্ছেন সচিন। ঘটনাচক্রে এরপরেই প্রধান নির্বাচক হিসেবে আগরকরের নাম ঘোষণা করা হল। ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য টি-২০ বাছাইয়ের মাধ্যমে কাজ শুরু করবেন এই প্রাক্তন পেসার।
আরও পড়ুন-
Asia Cup 2023: ডাম্বুলায় হতে চলেছে ভারত-পাকিস্তান লড়াই, কয়েকদিনের মধ্যেই সূচি প্রকাশ
Rohit Sharma: ক্যারিবিয়ান সফরের আগে স্ত্রী রিতিকা ও মেয়ে সামাইরার সঙ্গে ছুটি কাটাচ্ছেন রোহিত শর্মা
বিশ্বকাপ খেলতে আসার অনুমতি চেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দরবারে পিসিবি