Asia Cup 2023: ডাম্বুলায় হতে চলেছে ভারত-পাকিস্তান লড়াই, কয়েকদিনের মধ্যেই সূচি প্রকাশ

Published : Jul 03, 2023, 07:48 PM ISTUpdated : Jul 03, 2023, 08:12 PM IST
take a look on history of India vs Pakistan match in icc t20 world cup spb

সংক্ষিপ্ত

এবারের এশিয়া কাপ হতে চলেছে হাইব্রিড মডেলে। শুরুর ৪টি ম্যাচ পাকিস্তানে হওয়ার পর বাকি ৯টি ম্যাচ হবে শ্রীলঙ্কায়। ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরেই আগ্রহ সবচেয়ে বেশি।

এশিয়া কাপের সূচি এখনও ঘোষণা করেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল। তবে প্রস্তুতি তুঙ্গে। চলতি সপ্তাহেই এশিয়া কাপের সূচি প্রকাশ করা হতে পারে। আগস্ট-সেপ্টেম্বরে হবে এশিয়া কাপ। প্রথমে পাকিস্তান, তারপর শ্রীলঙ্কায় হবে এশিয়া কাপের ম্যাচগুলি। এশিয়ান ক্রিকেট কাউন্সিল সূত্রে খবর, শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় নয়, ডাম্বুলায় হতে চলেছে ভারত-পাকিস্তান ম্যাচ। বর্ষাকালের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পাকিস্তানে যে ৪টি ম্যাচ হবে, সবগুলিই হবে লাহোরে। তারপর বাকি ম্যাচগুলি হবে শ্রীলঙ্কায়। এ প্রসঙ্গে বিসিসিআই-এর এক কর্তা বলেছেন, ‘এশিয়া কাপের সূচি নিয়ে শেষমুহূর্তের আলোচনা চলছে। সব সদস্য দেশকেই প্রাথমিকভাবে সূচি জানিয়ে দেওয়া হয়েছে। চলতি সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ করা হতে পারে। এশিয়া কাপ যখন চলবে, তখন শ্রীলঙ্কায় বর্ষাকাল থাকবে। কলম্বোয় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আমরা প্রথমে চেয়েছিলাম ভারত-পাকিস্তান ম্যাচ কলম্বোতেই হোক। কিন্তু বৃষ্টির কারণে সমস্যা হচ্ছে।’

বিসিসিআই-এর আপত্তিতেই এবারের এশিয়া কাপ হচ্ছে 'হাইব্রিড মডেল'-এ। বিসিসিআই সাফ জানিয়ে দিয়েছিল, পাকিস্তানে দল পাঠাবে না। ফলে পাকিস্তান থেকে এশিয়া কাপ সরিয়ে নেওয়া হবে বলে আলোচনা শুরু হয়েছিল। শেষপর্যন্ত পিসিবি-র সদ্য প্রাক্তন চেয়ারম্যান নজম শেঠি 'হাইব্রিড মডেল'-এর প্রস্তাব দেন। সেই প্রস্তাব অনুযায়ীই হচ্ছে এশিয়া কাপ। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, ৩১ আগস্ট শুরু হবে এশিয়া কাপ এবং ফাইনাল হবে ১৭ সেপ্টেম্বর। ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করতে পারে ভারত। 

পিসিবি-র পক্ষ থেকেই 'হাইব্রিড মডেল'-এর প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু এখন নতুন পিসিবি চেয়ারম্যান জাকা আশরফ আপত্তি জানাচ্ছেন। তাঁর দাবি, ‘আমি অতীতে হাইব্রিড মডেল প্রত্যাখ্যান করেছিলাম। কারণ, আমি এর সঙ্গে সহমত হতে পারিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিল বোর্ড যখন সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তানে হবে এশিয়া কাপ, তখন পাকিস্তানেই এই টুর্নামেন্ট হওয়া উচিত।’

এশিয়ান ক্রিকেট কাউন্সিল অবশ্য 'হাইব্রিড মডেল' বদল করার দাবি মানছে না। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ‘হাইব্রিড পরিকল্পনা বদল করার প্রশ্নই নেই। ভুলে গেলে চলবে না, পিসিবি-ই হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব দিয়েছিল। নতুন চেয়ারম্যান আসার পর পিসিবি-র অবস্থান বদলে যেতে পারে। কিন্তু একজন ব্যক্তির ইচ্ছায় সবকিছু হতে পারে না। লজিস্টিকস, সম্প্রচার-সহ বিভিন্ন বিষয় জড়িয়ে আছে। ফলে হাইব্রিড মডেল মেনেই হবে এশিয়া কাপ।’

আরও পড়ুন-

Rohit Sharma: ক্যারিবিয়ান সফরের আগে স্ত্রী রিতিকা ও মেয়ে সামাইরার সঙ্গে ছুটি কাটাচ্ছেন রোহিত

কাফ মাসলে চোট, অ্যাশেজের বাকি ৩ ম্যাচে খেলতে পারবেন না নাথান লিয়ন

বিশ্বকাপ খেলতে আসার অনুমতি চেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দরবারে পিসিবি

PREV
click me!

Recommended Stories

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত
আইপিএল ২০২৬: দুবাইয়ে পিকলবল খেললেন, আগের মতোই ফিট হয়ে উঠেছেন ধোনি