ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি ঘোষণা বিসিসিআই-এর, ২টি টেস্ট ম্যাচ খেলবে ভারত

Published : Jun 12, 2023, 11:49 PM ISTUpdated : Jun 13, 2023, 12:05 AM IST
India vs West Indies match prediction who will win match between Ind vs Wi in 2nd T20 spb

সংক্ষিপ্ত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে ভারতীয় দল। সোমবার ক্যারিবিয়ান সফরের সূচি ঘোষণা করল বিসিসিআই।

ওয়েস্ট ইন্ডিজের মাধ্যমে ২ টেস্ট ম্যাচের সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সংস্করণ শুরু করছে ভারতীয় দল। জুলাইয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ সফরে যাচ্ছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। ১২ জুলাই শুরু হচ্ছে টেস্ট সিরিজ। প্রথম ম্যাচ ডমিনিকায়। ২০ জুলাই দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হবে ত্রিনিদাদে। টেস্ট সিরিজের পর ভারত-ওয়েস্ট ইন্ডিজ ৩টি ওডিআই এবং ৫টি টি-২০ ম্যাচ খেলবে। শেষ ২টি টি-২০ ম্যাচ হবে মার্কিন যুক্তরাষ্ট্রের লডারহিলে। এর আগেও মার্কিন যুক্তরাষ্ট্রে টি-২০ ম্যাচ খেলেছে ভারতীয় দল। টেস্ট সিরিজে ভারতীয় দলে একাধিক বদল হতে পারে বলে বিসিসিআই সূত্রে ইঙ্গিত পাওয়া গিয়েছে। টি-২০ সিরিজেও দলে একাধিক নতুন মুখকে দেখা যেতে পারে।

ডমিনিকা ও ত্রিনিদাদে ২টি টেস্ট ম্যাচের পর ২৭ জুলাই বার্বাডোজে প্রথম ওডিআই ম্যাচ। ২৯ জুলাই দ্বিতীয় ওডিআই ম্যাচও হবে বার্বাডোজে। ১ আগস্ট তৃতীয় ওডিআই ম্যাচ হবে ত্রিনিদাদে। ৩ আগস্ট প্রথম টি-২০ ম্যাচও হবে ত্রিনিদাদেই। ৬ আগস্ট দ্বিতীয় টি-২০ ম্যাচও হবে গায়ানায়। ৮ আগস্ট তৃতীয় টি-২০ ম্যাচও হবে গায়ানায়। লডারহিলে চতুর্থ ও পঞ্চম টি-২০ ম্যাচ হবে যথাক্রমে ১২ ও ১৩ আগস্ট।

ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-২০ সিরিজে ভারতীয় দলে সুযোগ পেতে পারেন বাংলার পেসার মুকেশ কুমার, রিঙ্কু সিং, জিতেশ শর্মা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলের স্ট্যান্ডবাই সদস্য হিসেবে ছিলেন যশস্বী জয়সোয়াল। এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে মূল দলেই সুযোগ পেতে পারেন যশস্বী। 

বিয়ের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে স্ট্যান্ডবাই হিসেবে জাতীয় দলে যোগ দিতে পারেননি রুতুরাজ গায়কোয়াড়। তাঁর পরিবর্তেই স্ট্যান্ডবাই হিসেবে প্রথমবার সিনিয়র জাতীয় দলে সুযোগ পান যশস্বী। তবে এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে জাতীয় দলে সুযোগ পেতে পারেন চেন্নাই সুপার কিংসের ব্যাটার রুতুরাজ। আইপিএল-এ গুজরাট টাইটানসের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখানো পেসার মোহিত শর্মাও এবার জাতীয় দলে সুযোগ পেতে পারেন। ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম দেওয়া হতে পারে মহম্মদ সামি, মহম্মদ সিরাজকে। গত কয়েক মাস ধরে টানা খেলে চলছেন এই দুই পেসার। এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপের কথা মাথায় রেখে সিরাজ ও সামিকে বিশ্রাম দেওয়া হতে পারে। তবে এখনও দল ঘোষণা করেনি বিসিসিআই। ভারতীয় দল কবে ওয়েস্ট ইন্ডিজ সফরে রওনা হবে, সেটাও এখনও জানানো হয়নি।

আরও পড়ুন-

ODI World Cup: পাকিস্তানের আপত্তি উড়িয়ে আমেদাবাদেই হচ্ছে ভারত-পাক ম্যাচ

ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-২০ সিরিজে সুযোগ পেতে পারেন রিঙ্কু সিং, জিতেশ শর্মা

WTC 2023: ব্যাটিং ব্যর্থতা, পরপর ২ বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হার ভারতের

PREV
click me!

Recommended Stories

ভারত-বনাম দক্ষিণ আফ্রিকা: ফের চোট পেলেন, চতুর্থ টি-২০ ম্যাচে দলে নেই শুবমান গিল
IPL Auction 2026: আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে দামি ২ আনক্যাপড ভারতীয় ক্রিকেটার, লুফে নিল চেন্নাই