Rohit-Kohli: সুযোগ পেলেন না রোহিত-কোহলি! ভারত এ দল ঘোষণা বোর্ডের, এশিয়া কাপ থেকেও চার ক্রিকেটার

Published : Sep 15, 2025, 11:01 AM IST
Rohit-Kohli: সুযোগ পেলেন না রোহিত-কোহলি! ভারত এ দল ঘোষণা বোর্ডের, এশিয়া কাপ থেকেও চার ক্রিকেটার

সংক্ষিপ্ত

Rohit-Kohli: সেই দলে বিরাট কোহলি এবং রোহিত শর্মা সুযোগ পাননি। তবে এশিয়া কাপের দল থেকে চারজন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। প্রথম ম্যাচে ভারত-এ দলের অধিনায়ক রজত পাতিদার। 

Rohit-Kohli: টিম ইন্ডিয়া-এ দল ঘোষণা করল বিসিসিআই (BCCI)। অনেকেই মনে করছিলেন, অস্ট্রেলিয়া সফরের আগে ভারত-এ দলের হয়ে খেলতে পারেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। তবে সেইরকম কিছু হচ্ছে না। রবিবার, বিসিসিআই ভারত এ দল ঘোষণা করবে। যে দলটি অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধে খেলতে নামবে (india a vs australia a squad)।

দলীপ ট্রফিতেও তিনি অধিনায়কত্ব করছেন

কিন্তু সেই দলে বিরাট কোহলি এবং রোহিত শর্মা সুযোগ পাননি। তবে এশিয়া কাপের দল থেকে চারজন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। প্রথম ম্যাচে ভারত-এ দলের অধিনায়ক রজত পাতিদার। তাঁর নেতৃত্বে বেঙ্গালুরু প্রথমবারের জন্য আইপিএল জিতেছে। অপরদিকে, দলীপ ট্রফিতেও তিনি অধিনায়কত্ব করছেন এবং তাঁর দল মধ্যাঞ্চল খেতাবের দৌড়ে রয়েছে। 

তবে অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধে মাত্র একটি ম্যাচেই নেতৃত্ব দেবেন তিনি। উল্লেখযোগ্যভাবে পরের দুটি ম্যাচে আবার ভারত এ দলকে নেতৃত্ব দেবেন তিলক ভার্মা। তখন আবার পাতিদার সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন।

এছাড়াও আইপিএল-এর মঞ্চ থেকে রিয়ান পরাগ, আয়ুষ বাদোনি, সূর্যাংশ শেডগে, ভিপরাজ নিগম, প্রিয়াংশ আর্য, প্রভসিমরন সিং এবং বাংলার অভিষেক পোড়েল দলে সুযোগ পেয়েছেন। সেইসঙ্গে, এশিয়া কাপের দলে থাকা আর্শদীপ সিং, হর্ষিত রানা এবং অভিষেক শর্মাকেও সুযোগ দেওয়া হয়েছে এই দলে। 

বাদ পড়লেন রোহিত-কোহলি

 এই সিরিজের প্রথম ম্যাচটি হবে আগামী ৩০ সেপ্টেম্বর। এদিকে ভারত যদি এশিয়া কাপের ফাইনালে ওঠে, তাহলে তারা ফাইনাল খেলতে নামবে ২৮ সেপ্টেম্বর। তাই সেক্ষেত্রে আর্শদীপ সিং, হর্ষিত রানা এবং অভিষেক শর্মা দ্বিতীয় ম্যাচ থেকে দলের সঙ্গে যোগ দেবেন।  কারণ, মাত্র ২ দিনের ব্যবধানে দুবাই থেকে উড়ে এসে কানপুরের ম্যাচে নেমে পড়া এই চার ক্রিকেটারের পক্ষে বেশ কঠিন কাজ। তাছাড়া এই সিরিজের ফরম্যাটও আলাদা।

তাই দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচের দলে রয়েছেন তারা। দ্বিতীয় ম্যাচটি ৩ অক্টোবর এবং তৃতীয় ম্যাচটি ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। সবকটি ম্যাচই খেলা হবে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম