
Rohit Sharma Virat Kohli: জাতীয় দলের হয়ে খেলতে গেলে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে অবশ্যই ঘরোয়া ক্রিকেটে নিয়মিত অংশগ্রহণ করতে হবেb (rohit sharma virat kohli fitness)। এবার এই দুই তারকা ক্রিকেটারকে স্পষ্ট ভাষায় এই কথা জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড তথা বিসিসিআই (BCCI)।
প্রসঙ্গত, দুজনই টেস্ট এবং টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। শুধু একদিনের ক্রিকেট খেলেন তারা। তাই সেই ফরম্যাটে খেলতে গেলে অবশ্যই ঘরোয়া ক্রিকেটে নিয়মিত অংশগ্রহণ করতে হবে তাদের।
আপাতত রোহিত এবং কোহলির সামনে অপেক্ষা করে রয়েছে বিজয় হজারে ট্রফি। যা শুরু হতে চলেছে আগামী ২৪ ডিসেম্বর থেকে। এরপর ৩-৯ ডিসেম্বর, দক্ষিণ আফ্রিকা সিরিজ় এবং ১১-১৮ জানুয়ারি নিউজ়িল্যান্ড সিরিজ়ের মাঝে এই প্রতিযোগিতাকে রাখা হয়েছে।
তবে রোহিত এবং কোহলি চাইলে ঘরোয়া ক্রিকেটের অন্য ফরম্যাটেও খেলতে পারেন বলে জানিয়েছে বিসিসিআই। একটি রিপোর্ট অনুযায়ী, রোহিত ইতিমধ্যেই মুম্বই ক্রিকেট সংস্থাকে জানিয়ে দিয়েছেন, তিনি বিজয় হজারেতে খেলবেন। তবে কোহলিকে নিয়ে কিছুটা জল্পনা রয়েছে এখনও।
কারণ, তিনি লন্ডনেই থাকছেন বর্তমানে। অস্ট্রেলিয়া থেকে সিরিজ় খেলে লন্ডনেই ফিরে গেছেন বিরাট। শুধু বিজয় হজারে খেলার জন্য তিনি লন্ডন থেকে ভারতে এসে থাকবেন কি না, সেই বিষয়টা যদিও এখনও স্পষ্ট নয়।
বোর্ড সূত্রে জানা যাচ্ছে, “বিসিসিআই এবং টিম ম্যানেজমেন্টের তরফে দুই ক্রিকেটারকেই জানিয়ে দেওয়া হয়েছে, ভারতের হয়ে খেলতে গেলে ঘরোয়া ক্রিকেটে অবশ্যই অংশগ্রহণ করতে হবে। যেহেতু দুজনই এই মুহূর্তে দুটি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন, তাই ম্যাচ ফিট থাকতে ঘরোয়া ক্রিকেটে খেলা ছাড়া আর তো কোনও উপায় নেই।”
এদিকে রোহিত এবং কোহলি দুজনেই ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ জয়ের পর, সেই ফরম্যাট থেকে অবসর নেন। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ়ের পর, ২০২৫ সালে সাত দিনের ব্যবধানে দুজনই টেস্ট ক্রিকেটকে বিদায় জানান।
সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে একদিনের সিরিজ় খেলেছেন এই দুই তারকা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।