
India vs South Africa: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। আগামী ১৪ নভেম্বর থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টটি শুরু হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজ জেতার পর, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও সেই ধারা বজায় রাখতে চাইবে ভারত।
প্রসঙ্গত, পাকিস্তানের বিরুদ্ধে ১-১ ব্যবধানে সিরিজ ড্র করেছে দক্ষিণ আফ্রিকা। তাই ভারত এই সিরিজ জিতলে, বিশ্ব চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলেও অনেকটা এগিয়ে যেতে পারবে। বর্তমানে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার পিছনে তৃতীয় স্থানে রয়েছে টিম ইন্ডিয়া।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যে দল খেলতে নেমেছিল, সেই দলে কিছু পরিবর্তন আনা হয়েছে। দলে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের পর, তিনি ভারতের হয়ে আর খেলতে নামেননি। প্রথম টেস্টের আগে, ভারতের কিছু দল নির্বাচন সংক্রান্ত সমস্যা রয়েছে। এদিকে পন্থ ফিরে আসায়, ধ্রুব জুরেলের জায়গা কার্যত, অনিশ্চিত হয়ে পড়েছে।
কিন্তু জুরেল দুর্দান্ত ফর্মেও রয়েছেন। দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিরুদ্ধে ভারত 'এ'-র হয়ে তিনি দুটি সেঞ্চুরি করেন। তাই টিম ম্যানেজমেন্ট তাঁকে উপেক্ষা করতে পারছে না। সেক্ষেত্রে ব্যাটিং অর্ডারে বড় ধরনের পরিবর্তনের আশা করা যায়।
যশস্বী জয়সওয়াল-কেএল রাহুল জুটি ইনিংস ওপেন করবেন। জুরেলকে তিন নম্বরে বিবেচনা করা হতে পারে বলে সূত্রের খবর। সেক্ষেত্রে সাই সুদর্শনকে জায়গা ছেড়ে দিতে হতে পারে। দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিরুদ্ধে সাই হতাশ করেছিলেন। চার নম্বরে নামবেন অধিনায়ক শুভমান গিল।
এরপর ক্রিজে আসবেন ঋষভ পন্থ। রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর পরবর্তী ব্যাটিং অর্ডারে থাকবেন। আট নম্বরে ব্যাট করতে আসবেন নীতিশ কুমার রেড্ডি। পেসার হিসেবে খেলবেন যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ। এছাড়া স্পিনার হিসেবে দলে থাকবেন কুলদীপ যাদব।
প্রথম টেস্টের জন্য ভারতের সম্ভাব্য প্রথম একাদশঃ যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, ধ্রুব জুরেল, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার/সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।