
IPL Auction 2026: আইপিএল-এর মেগা নিলাম এবার কোথায় অনুষ্ঠিত হবে? তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে (ipl auction 2026 date and time)। তবে ভারতে নয়, এবারও আইপিএল-এর মেগা নিলাম অনুষ্ঠিত হতে পারে বিদেশের মাটিতে (ipl auction 2026 released players list)।
গত দুটি নিলাম হয়েছে যথাক্রমে দুবাই এবং জেড্ডায়। শোনা যাচ্ছিল, এবারও মধ্য প্রাচ্যের এই তিনটি দেশ লড়াইতে ছিল। তবে এবার সেই তালিকায় সংযুক্ত আরব আমিরশাহী এগিয়ে আছে বলেই সূত্রের খবর।
চলতি বছরের ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়, আইপিএল-এর নিলাম হওয়ার কথা। আসলে সেই সময়, ভারতের মাটিতে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান এবং বিয়ের মরশুম থাকায়, হোটেল বুকিং-এর খেতে বেশ কিছু সমস্যা তৈরি হয়।
মূলত, সেইসব বিষয় মাথায় রেখেই মাথায় রেখেই গত দু-বছর বিদেশের মাটিতে নিলামের আয়োজন করা হয়। তাছাড়া বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে যাতায়াত করাও বেশ সুবিধাজনক একটা বিষয়।
জানা যাচ্ছে, এবার আইপিএল-এর নিলাম হতে পারে আবু ধাবিতে। সূত্রের খবর, আইপিএল-এর মেগা নিলামের জন্য আবু ধাবিকেই ঠিক করা হয়েছে। আলোচনার ভিত্তিতে প্রাথমিকভাবে আগামী ১৪ ডিসেম্বর, নিলামের তারিখ ঠিক করা হয়।
ফ্র্যাঞ্চাইজিগুলির তরফে এই তারিখটি গভর্নিং কাউন্সিলকে জানানো হয়। তবে সেটা ১৫ বা ১৬ ডিসেম্বরও হতে পারে বলে জানা যাচ্ছে। আসলে ১৭ ডিসেম্বর থেকে অ্যাশেজের তৃতীয় টেস্ট শুরু হবে। এবার অ্যাশেজ হবে অস্ট্রেলিয়ার মাটিতে। যে চ্যানেল সম্প্রচারের সঙ্গে যুক্ত রয়েছে, তাদের সুবিধার কথা মাথায় রেখেই তারিখ এবং স্থান ভাবা হয়েছে বলে জানা যাচ্ছে।
অন্যদিকে, মধ্যপ্রাচ্যের বাজারে আইপিএল-এর প্রচার বাড়ানোর ক্ষেত্রেও এই নিলামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেইসব কথা মাথায় রেখেই এবারও ভারতীয় বোর্ড বিদেশে আইপিএল নিলাম আয়োজনের পথে হাঁটতে চলেছে বলে সূত্রের খবর। এদিকে ফ্র্যাঞ্চাইজিগুলি কোন কোন ক্রিকেটারকে ধরে রাখতে চায়, তা জানাতে হবে আগামী ১৫ নভেম্বরের মধ্যে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।