BCCI: আইপিএল-এ অসাধারণ পারফরম্যান্স, বিসিসিআই চুক্তিতে জায়গা পেতে পারেন অভিষেক, হর্ষিত, নীতীশ

Published : Apr 17, 2025, 08:08 PM ISTUpdated : Apr 17, 2025, 08:16 PM IST
Abhishek Sharma

সংক্ষিপ্ত

BCCI's Central Contract: এবারের আইপিএল-এ (IPL 2025) বেশ কয়েকজন তরুণ ভারতীয় ক্রিকেটার ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। তাঁরা বিসিসিআই-এর (BCCI) চুক্তিতে জায়গা পেতে পারেন বলে জল্পনা চলছে।

BCCI Central Contract 2025-26: চলতি সপ্তাহেই বিসিসিআই-এর নতুন চুক্তির (BCCI's central contract) কথা ঘোষণা করা হতে পারে। বিসিসিআই সূত্রে এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। ২০২৫-২৬ মরসুমের জন্য বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তিতে কারা জায়গা পেতে পারেন, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। বিসিসিআই সূত্রে খবর, তারকা স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav) এবং অক্ষর প্যাটেল (Axar Patel) গ্রেড বি থেকে গ্রেড এ-তে পদোন্নতি পেতে পারেন। মিডল-অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) ২০২৪-২৫ মরসুমে বিসিসিআই চুক্তি থেকে বাদ পড়ার পর এবার ভালো পারফরম্যান্সের মাধ্যমে প্রত্যাবর্তন ঘটাতে পারেন। বিসিসিআই সূত্রে আরও জানা গিয়েছে, ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma), প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) এবং তারকা পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) সম্ভবত এ+ গ্রেডে তাঁদের স্থান ধরে রাখবেন।

বিসিসিআই চুক্তিতে একাধিক নতুন মুখ

বিসিসিআই সূত্রে খবর, এবার একাধিক তরুণ ক্রিকেটার চুক্তির আওতায় আসতে পারেন। চলতি আইপিএল-এ (IPL 2025) অসাধারণ পারফরম্যান্সের সুবাদে বিসিসিআই চুক্তিতে জায়গা পেতে পারেন অভিষেক শর্মা (Abhishek Sharma), নীতীশ কুমার রেড্ডি (Nitish Reddy), হর্ষিত রানার (Harshit Rana) মতো তরুণরা।

অসাধারণ পারফরম্যান্স কুলদীপ-অক্ষরের

কুলদীপ ও অক্ষর ভারতের দু'টি সাম্প্রতিক আইসিসি শিরোপা জয়ের সময় অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চলতি বছরে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করেন এই দুই স্পিনার। টি-টোয়েন্টি বিশ্বকাপে কুলদীপ ১৩.৯০ গড়ে এবং ৬.৯৫ ইকোনমি রেটে ১০ উইকেট নিয়েছিলেন। তাঁর সেরা বোলিং পরিসংখ্যান ৩/১৯। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে তিনি ৩১.৮৫ গড়ে এবং ৪.৭৯ ইকোনমি রেটে ৭ উইকেট নিয়েছিলেন। সেরা বোলিং পরিসংখ্যান ৩/৪০। অক্ষর এই দুই টুর্নামেন্টেই গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৮ ম্যাচ এবং ৫ ইনিংসে তিনি ২৩.০০ গড়ে এবং ১৩৯.৩৯ স্ট্রাইক রেটে ৯২ রান করেছিলেন। তিনি ১৯.২২ গড়ে এবং ৭.৮৬ ইকোনমি রেটে ৯ উইকেটও নিয়েছিলেন। সেরা বোলিং পরিসংখ্যান ৩/২৩। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে তাঁর ৪৭ রান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে অক্ষর দুবাইয়ের কঠিন পরিস্থিতিতে ৫ নম্বরে ব্যাটিং করে ৫ ইনিংসে ২৭.২৫ গড়ে এবং প্রায় ৭৪ স্ট্রাইক রেটে ১০৯ রান করেছিলেন। তিনি ভারতের সবচেয়ে মিতব্যয়ী স্পিনার হয়ে ওঠেন। তিনি ৫ উইকেট নিয়েছিলেন এবং প্রতি ওভারে মাত্র ৪.৩৫ রান দিয়েছিলেন। তাঁর বোলিংয়ের গড় ছিল ৩৯.২০। এই দু'টি শিরোপা জয়ে উল্লেখযোগ্য অবদানের মাধ্যমে অক্ষর ভারতীয় দলে প্রভাবশালী তারকা হিসেবে নিজের স্থায়ী স্থান নিশ্চিত করেছেন। চলতি আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) অধিনায়ক হিসেবে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন অক্ষর। তাঁর দল অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে।

শ্রেয়াসের অসাধারণ প্রত্যাবর্তন 

গত বছর বিসিসিআই-এর চুক্তি থেকে বাদ পড়ার পর অসাধারণ পারফরম্যান্স দেখান শ্রেয়াস। অধিনায়ক হিসেবে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)-এর হয়ে আইপিএল (IPL 2024) জিতেছিলেন। এছাড়া ঘরোয়া ক্রিকেটে রঞ্জি ট্রফি (Ranji Trophy), ইরানি কাপ (Irani Cup) এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফি (Syed Mushtaq Ali Trophy ) জিতেছিলেন। শ্রেয়াস এ বছর ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ভারতের ওডিআই দলে ফিরে আসার আগে এবং আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে সর্বাধিক রান করার আগে ঘরোয়া ক্রিকেটের সব ফর্ম্যাটেই প্রচুর রান করেছিলেন। চ্যাম্পিয়নস ট্রফিতে ৫ ম্যাচে দু'টি অর্ধশতরান-সহ ২৪৩ রান করেন তিনি। এ বছর ৮টি ওডিআই-তে তিনি ৫৩.০০ গড়ে ৪২৪ রান করেছেন। চলতি আইপিএল-এ পাঞ্জাব কিংসের (Punjab Kings) অধিনায়ক হিসেবেও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন শ্রেয়াস। এই কারণেই তিনি বিসিসিআই-এর চুক্তিতে ফিরতে চলেছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম