IPL Auction 2026: আইপিএল-এর মেগা অকশন কবে এবং কোথায়? জানিয়ে দিল বিসিসিআই

Published : Nov 13, 2025, 11:22 PM ISTUpdated : Nov 13, 2025, 11:47 PM IST
IPL Auction

সংক্ষিপ্ত

IPL Auction 2026: অকশনের দিনক্ষণ এবং জায়গা নিশ্চিত করে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড তথা বিসিসিআই। আগামী ১৬ ডিসেম্বর, বিদেশের মাটিতে অনুষ্ঠিত হবে এবারের নিলাম।

IPL Auction 2026: আইপিএল-এর মেগা অকশন নিয়ে বড় আপডেট (IPL 2025 mega auction news)। চলতি বছরের ডিসেম্বর মাসে, অনুষ্ঠিত হতে চলেছে ভারত তথা পৃথিবীর অন্যতম সেরা টি-২০ ক্রিকেট লিগ আইপিএল-এর মেগা নিলাম (ipl auction 2026)। 

কোথায় হবে আইপিএল-এর মেগা অকশন?

সেই অকশনের দিনক্ষণ এবং জায়গা নিশ্চিত করে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড তথা বিসিসিআই। আগামী ১৬ ডিসেম্বর, বিদেশের মাটিতে অনুষ্ঠিত হবে এবারের নিলাম। জানা যাচ্ছে, সৌদি আরবের আবু ধাবিতে বসতে চলেছে নিলামের আসর। গত ২০২৪ সালে, আইপিএল-এর মেগা নিলাম হয় এই সৌদি আরবেই। 

সেই বছর, দুবাইতে হয় নিলাম। এবার হবে আবু ধাবিতে। ওদিকে গতবার আইপিএল-এর নিলাম হয় জেড্ডায়। তবে এবারের আইপিএল আগেরবারের তুলনায় ছোট। তাই এই ছোট নিলাম সাধারণত একদিনেই হয়ে যায়। এবারও তাই হতে চলেছে। তার আগে ১৫ নভেম্বর, দুপুর ৩টের মধ্যে প্রতিটি দলকে জানিয়ে দিতে হবে,কোন কোন ক্রিকেটারকে তারা ধরে রাখতে চাইছে। 

সেই তালিকা তারপর পাঠিয়ে দিতে হবে বিসিসিআই-এর কাছে। ঐ তালিকা পাওয়ার পর, দলগুলির কাছে ভারতীয় ক্রিকেট বোর্ড পাল্টা আবার একটি তালিকা পাঠাবে। সেখানে তাদেরই নাম থাকবে, যারা নিলামে উঠবেন। 

আইপিএল শেষ হওয়ার পরেই খুলে দেওয়া হয় ‘ট্রেড উইন্ডো’

সেই তালিকা দেখেই এরপর, নিজেদের পরিকল্পনা ঠিক করে নেবে প্রত্যেক দল। উল্লেখ্য, ২০২৫ সালের আইপিএল শেষ হওয়ার পরেই খুলে দেওয়া হয় ‘ট্রেড উইন্ডো’। 

সরাসরি অন্য দল থেকে ক্রিকেটার নেওয়া বা একজন ক্রিকেটারের পরিবর্তে আরেকজন ক্রিকেটার নেওয়ার পালা শুরু হয়ে যায় এবং নিলামের এক সপ্তাহ আগে পর্যন্ত, তা চলতে থাকবে। নিলামের পর আবার তা শুরু হবে। এরপর আইপিএল শুরুর এক মাস আগে পর্যন্ত, এই ক্রিকেটার কেনাবেচা আবার চলবে। 

তবে ছোট নিলামে যে ক্রিকেটাররা দল পাবেন, তাদের আর দলবদল করতে পারবেন না। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম