India vs South Africa Test: শীতের সকালে টেস্টের আমেজ উপভোগ করতে তৈরি হচ্ছেন কলকাতার ক্রিকেটপ্রেমীরা (india vs south africa test)। ইডেন গার্ডেন্স, ক্রিকেটের নন্দন কাননে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্ট শুরু হচ্ছে ১৪ নভেম্বর, শুক্রবার থেকে। আর সেই ম্যাচের পিচ নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ডের পিচ কিউরেটররাও ইডেনে হাজির হয়ে গেছেন (india vs south africa test series)।
বৃহস্পতিবার, অর্থাৎ ম্যাচের ঠিক আগেরদিন ইডেনে ঢুকেই পিচের দিকে চলে যান গম্ভীর। তাঁর সঙ্গে ছিলেন দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে, ব্যাটিং কোচ সীতাংশু কোটাক এবং বোলিং কোচ মর্নি মর্কেল। তাদের সঙ্গে ইডেনের পিচ প্রস্তুতকারক সুজন মুখোপাধ্যায় নিজেও উপস্থিত ছিলেন।
কিছুক্ষণ পর সেখানে পৌঁছে যান ভারতীয় ক্রিকেট বোর্ডের দুই পিচ কিউরেটর আশিস ভৌমিক এবং তাপস চট্টোপাধ্যায়। এরপর ভারতের অধিনায়ক শুভমন গিল এবং সহ-অধিনায়ক ঋষভ পন্থও যোগ দেন সেই আলোচনায়। প্রায় আধ ঘণ্টা ধরে সেই আলোচনা চলতে থাকে।
সূত্রের খবর, পিচের একটি বিশেষ অংশ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে ভারতীয় ক্রিকেট দল। সেদিকে আঙুল দিয়ে বারবার ইঙ্গিতও করতে থাকেন শুভমানরা। অন্যদিকে, ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে এসে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল জানিয়েছেন, "বুধবার এসে দেখলাম অন্যরকম উইকেট। আবার আজ এসে দেখছি সেটা কিছুটা বদলে গেছে। কাল এসে আরও একবার দেখলে বুঝতে পারব। এমনিতে পিচ দেখে শুকনোই তো মনে হচ্ছে। এই ধরনের পিচে রিভার্স স্যুইং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। গত ২০২৪ সালে, ইংল্যান্ড সিরিজ়ে স্পিন সহায়ক পিচ হলেও পেসাররা উইকেট পেয়েছিল। এক্ষেত্রে রিভার্স স্যুইং হলে পেসারদের কখনওই হিসেবের বাইরে রাখা চলবে না।”
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।