আইপিএল ২০২৬: গুজরাট টাইটানস থেকে এলেন ক্যারিবিয়ান তারকা, দল গুছিয়ে নিচ্ছে মুম্বই ইন্ডিয়ানস

Published : Nov 13, 2025, 11:06 PM ISTUpdated : Nov 13, 2025, 11:14 PM IST
Gujarat Titans' Sherfane Rutherford plays a shot

সংক্ষিপ্ত

IPL 2026: আগামী মরসুমের আইপিএল-এর নিলামের আগে ট্রেডের মাধ্যমেই অনেক ক্রিকেটারের দলবদল হয়ে যাচ্ছে। ফ্র্যাঞ্চাইজিগুলি নিলামের আগেই নতুন মরসুমের দল যতটা সম্ভব গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে।

DID YOU KNOW ?
আইপিএল ২০২৬ ট্রেড
কিছুদিন পরেই ২০২৬ সালের আইপিএল-এর নিলাম হতে চলেছে। তার আগে এখন বিভিন্ন দলের মধ্যে ক্রিকেটারদের নিয়ে ট্রেড চলছে।

IPL 2026 Trade: ২০২৬ সালের আইপিএল-এর নিলামের (IPL Auction) আগেই ট্রেডের মাধ্যমে দল গুছিয়ে নিচ্ছে মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians)। লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) থেকে শার্দুল ঠাকুরকে (Shardul Thakur) দলে নেওয়ার পর এবার গুজরাট টাইটানস (Gujarat Titans) থেকে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) অলরাউন্ডার শেরফেন রাদারফোর্ডকে (Sherfane Rutherford) দলে নিল মুম্বই ইন্ডিয়ানস। বৃহস্পতিবার এই ট্রেডের কথা জানা গিয়েছে। ২.৬ কোটি টাকায় গুজরাট টাইটানসে যোগ দিয়েছিলেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। তাঁকে সেই অর্থেই দলে নিল মুম্বই ইন্ডিয়ানস। রাদারফোর্ড এখনও পর্যন্ত আইপিএল-এ ২৩ ম্যাচ খেলেছেন। তিনি গুজরাট টাইটানসে যোগ দেওয়ার আগে ২০১৯ সালে দিল্লি ক্যাপিটালসে (Delhi Capitals) ছিলেন। ২০২০ সালে তিনি মুম্বই ইন্ডিয়ানস দলে ছিলেন। ২০২২ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) এবং ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) ছিলেন এই অলরাউন্ডার। ফের তাঁর দলবদল হল।

টি-২০ ফর্ম্যাটে রেকর্ড রাদারফোর্ডের

টি-২০ ফর্ম্যাটে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন রাদারফোর্ড। ২৭ বছর বয়সি এই ব্যাটার ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখনও পর্যন্ত ৪৪টি টি-২০ ম্যাচ খেলেছেন। তিনি আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে ষষ্ঠ উইকেট জুটিতে সবচেয়ে বেশি রানের রেকর্ডের সঙ্গে যুক্ত। পারথে (Perth) অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে আন্দ্রে রাসেলের (Andre Russell) সঙ্গে ১৩৯ রানের পার্টনারশিপ গড়েন রাদারফোর্ড। এই কারণেই তাঁর উপর ভরসা করছে মুম্বই ইন্ডিয়ানস ম্যানেজমেন্ট।

মুম্বই ইন্ডিয়ানসে শার্দুল

গত মরসুমের আইপিএল-এর নিলামে অবিক্রিত থেকে যান শার্দুল। কিন্তু মহসিন খান (Mohsin Khan) চোট পেয়ে ছিটকে যাওয়ার পর শার্দুলকে দলে নেয় লখনউ সুপার জায়ান্টস। এই অলরাউন্ডারের দর ছিল দু'কোটি টাকা। সেই টাকাতেই তাঁকে দলে নিল মুম্বই ইন্ডিয়ানস। গত আইপিএল-এ মোট ১০ ম্যাচ খেলে তিন ১৩ উইকেট নেন শার্দুল। তাঁর ইকনমি রেট ছিল ১১.০২। এবার তিনি ভালো পারফরম্যান্স দেখাবেন বলে আশায় মুম্বই শিবির।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২৬
২০২৬ সালের আইপিএল-এর প্রস্তুতিতে সব ফ্র্যাঞ্চাইজি।
২০২৬ সালের আইপিএল-এর এখনও কয়েক মাস বাকি। তবে এখন থেকেই সব ফ্র্যাঞ্চাইজি এখন থেকেই দল গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে।
Read more Articles on
click me!

Recommended Stories

আইপিএল ২০২৬: এবার পাকাপাকিভাবে রাজস্থান রয়্যালসের অধিনায়ক? মুখ খুললেন রিয়ান পরাগ
India vs South Africa 3rd ODI: ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে শেষ একদিনের ম্যাচ শনিবার, হারলেই সিরিজ হাতছাড়া ভারতের