Asia Cup 2025: এশিয়া কাপে ভারতকে ট্রফি না দেওয়ায় মহসিন নকভির বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ বিসিসিআই-এর?

Published : Oct 11, 2025, 09:33 AM IST
Asia Cup 2025: এশিয়া কাপে ভারতকে ট্রফি না দেওয়ায় মহসিন নকভির বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ বিসিসিআই-এর?

সংক্ষিপ্ত

Asia Cup 2025: নকভির এই আচরণের বিরুদ্ধে আগেই আইসিসির কাছে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছিল বোর্ড। সেইসঙ্গে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নকভিকে আইসিসি ডিরেক্টর পদ থেকেও এবার নিষিদ্ধ করার দাবি জানাবে বিসিসিআই। এমনটাই সূত্র মারফৎ জানা গেছে।

Asia Cup 2025: এশিয়া কাপের বিজয়ী দল ভারতকে ট্রফি না দেওয়ায়, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট মহসিন নকভির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে আইসিসি (ICC)। 

ভারতীয় ক্রিকেট বোর্ড কী ভাবছে?

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, নকভিকে আইসিসি-র ডিরেক্টরের পদ থেকে সরানোর জন্য ইতিমধ্যেই বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার কাছে দাবি জানানোর ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI demands Naqvi's removal)। 

নকভির এই আচরণের বিরুদ্ধে আগেই আইসিসির কাছে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছিল বোর্ড। সেইসঙ্গে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নকভিকে আইসিসি ডিরেক্টর পদ থেকেও এবার নিষিদ্ধ করার দাবি জানাবে বিসিসিআই। এমনটাই সূত্র মারফৎ জানা গেছে।

বিসিসিআই-এর এই দাবি যদি আইসিসি মেনে নেয়, তাহলে তা নকভির জন্য একটি বড় ধাক্কা হবে। যেহেতু বিসিসিআই-এর প্রাক্তন সচিব জয় শাহ বর্তমানে আইসিসি-র চেয়ারম্যান, তাই অনেকেই মনে করছেন, আইসিসি কিন্তু এক্ষেত্রে বিসিসিআই-এর দাবির পক্ষে ইতিবাচক অবস্থানই নিতে পারে। 

এমনকি, এও শোনা যাচ্ছিল যে, মহসিন নকভি নির্দেশ দিয়েছেন, এশিয়া কাপ বিজয়ী ভারতীয় দলের ট্রফিটি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) দুবাই অফিসে রাখতে হবে এবং তাঁর উপস্থিতি ছাড়া ট্রফি হস্তান্তর করা যাবে না।

নিজেদের অবস্থানে অনড় বিসিসিআই

এশিয়া কাপ ফাইনালের পর, ভারতীয় দল মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করলে, নকভি সেই ট্রফি নিয়ে মাঠ ছেড়ে চলে যান। এশিয়া কাপ জয়ী ভারতীয় দলের জন্য ট্রফিটি বিসিসিআই-এর সদর দফতরে পৌঁছে দেওয়ার অনুরোধ করা সত্ত্বেও, নকভি এখনও তা হস্তান্তর করতে রাজি হননি। নকভি বলেন, একটি ব্যক্তিগত অনুষ্ঠানে তিনি ট্রফি হস্তান্তর করতে পারেন, তবে ট্রফিটি তিনিই দেবেন। 

কিন্তু বিসিসিআই এই প্রস্তাব পত্রপাট খারিজ করে দেয়। এরপরই নকভি কড়া নির্দেশ দেন যে, ট্রফিটি এসিসি-র দুবাই সদর দফতরেই রাখতে হবে এবং তাঁর অজান্তে কাউকে হস্তান্তর করা যাবে না।

উল্লেখ্য, পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারতের 'অপারেশন সিঁদুর' সামরিক অভিযানের সময় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভিএকাধিক ভারত-বিরোধী মন্তব্য করেছিলেন। মূলত, তার প্রতিবাদেই ভারতীয় ক্রিকেটাররা নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করেন। এরপর ফাইনালের দিন, নকভি ট্রফি না দিয়ে ফিরে যাওয়ায় ভারতীয় ক্রিকেটাররা ট্রফি ছাড়াই এশিয়া কাপ জয়ের সেলিব্রেশন করেন। 

ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে ভারত এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ভারত বনাম শ্রীলঙ্কা: জেমাইমার অসাধারণ ব্যাটিং, বিশ্বজয়ের পর প্রথম ম্যাচে সহজ জয় ভারতের
India vs Pakistan U-19 Asia Cup Final: মহসিন নকভির সঙ্গে মঞ্চ শেয়ার করলেন না বৈভবরা, দেশ সবার আগে