India vs West Indies: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেঞ্চুরি করে নয়া রেকর্ড! ব্র্যাডম্যান এবং সচিনকে টপকে গেলেন যশস্বী?

Published : Oct 11, 2025, 12:10 AM IST
India vs West Indies: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেঞ্চুরি করে নয়া রেকর্ড! ব্র্যাডম্যান এবং সচিনকে টপকে গেলেন যশস্বী?

সংক্ষিপ্ত

India vs West Indies: ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরিটি করে প্রথমদিন, ১৭৩ রানে অপরাজিত থাকা জয়সওয়াল তাঁর ক্যারিয়ারের তৃতীয় ডবল সেঞ্চুরিটির দিকে এগোচ্ছেন। 

India vs West Indies: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথমদিন, সেঞ্চুরি করে এখনও অপরাজিত হয়ে ক্রিজে টিকে আছেন ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল। তবে ইতিমধ্যেই তিনি নয়া এক রেকর্ড স্পর্শ করে ফেলেছেন। 

১৫০ রানের উপরে নিয়ে যেতে পেরেছেন জয়সওয়াল

ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরিটি করে প্রথমদিন, ১৭৩ রানে অপরাজিত থাকা জয়সওয়াল তাঁর ক্যারিয়ারের তৃতীয় ডবল সেঞ্চুরিটির দিকে এগোচ্ছেন। উল্লেখযোগ্য বিষয় হল, এখনও পর্যন্ত করা সাতটি টেস্ট সেঞ্চুরির মধ্যে পাঁচটিকেই তিনি ১৫০ রানের উপরে নিয়ে যেতে পেরেছেন জয়সওয়াল।

অর্থাৎ, তাঁর করা সেঞ্চুরিগুলির মধ্যে ৭১.৪ শতাংশকে 'ড্যাডি হান্ড্রেড'-এ পরিণত করতে পেরেছেন জয়সওয়াল। সংক্ষেপে বলা চলে, জয়সওয়াল সেঞ্চুরি করলে তা শুধু সেঞ্চুরিতেই থেমে থাকে না। সেঞ্চুরিকে বড় সেঞ্চুরিতে পরিণত করার ক্ষেত্রে কিংবদন্তী ডন ব্র্যাডম্যানও বর্তমানে জয়সওয়ালের পিছনে রয়েছেন। মোট ২৯টি সেঞ্চুরি করা ব্র্যাডম্যান তার মধ্যে ১৮টিকে ১৫০ রানের উপরে নিয়ে গিয়েছিলেন, যার কনভার্সন রেট ছিল ৬২.১০%।

ড্যাডি হান্ড্রেড

এখনও পর্যন্ত, সাতটি সেঞ্চুরি করা জয়সওয়াল তার মধ্যে পাঁচটিতে ১৫০-এর বেশি স্কোর করে কনভার্সন রেটে (৭১.৪০%) ব্র্যাডম্যানকে পেছনে ফেলে দিয়েছেন। সেঞ্চুরিকে বড় সেঞ্চুরিতে পরিণত করার ক্ষেত্রে বীরেন্দ্র শেহবাগ আবার তৃতীয় স্থানে আছেন। শেহবাগের করা ২৩টি টেস্ট সেঞ্চুরির মধ্যে ৬০.৯০ শতাংশই ১৫০ রানের বেশি। এই তালিকায় পরবর্তী স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারা (৫৫.৯০%), শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারা (৫০%) এবং ভারতীয় ব্যাটিং কিংবদন্তি সচিন তেন্ডুলকার (৩৯.২০)। সচিনের করা ৫১টি টেস্ট সেঞ্চুরির মধ্যে ২০টি ১৫০ রানের বেশি হলেও, সেঞ্চুরিকে বড় ইনিংসে পরিণত করার ক্ষেত্রে সচিন নিজেও জয়সওয়ালের পিছনে রয়েছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম