
New Zealand Women vs Bangladesh Women: মহিলাদের ওডিআই বিশ্বকাপে (2025 ICC Women's Cricket World Cup) শুক্রবার নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১০০ রানে হেরে গেল বাংলাদেশ। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ২২৭ রান করে নিউজিল্যান্ড। রান তাড়া করতে নেমে ৩৯.৫ ওভারে ১২৭ রানে অলআউট হয়ে গেল বাংলাদেশ। এই টুর্নামেন্টে দ্বিতীয়বার কোনও ম্যাচে হেরে গেল বাংলাদেশ। অন্যদিকে, প্রথম দুই ম্যাচে হেরে যাওয়ার পর এদিন প্রথম জয় পেল নিউজিল্যান্ড। হেরে গিয়ে পয়েন্ট তালিকায় পিছিয়ে পড়ল বাংলাদেশ। তিন ম্যাচ খেলে দুই পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এল কিউয়িরা। অন্যদিকে, তিন ম্যাচ খেলে দুই পয়েন্ট পেলেও, নেট রান রেটে পিছিয়ে পড়ায় ছয় নম্বরে নেমে গেল বাংলাদেশ।
এদিন নিউজিল্যান্ডের হয়ে অসাধারণ পার্টনারশিপ গড়ে তোলেন অধিনায়ক সোফি ডিভাইন (Sophie Devine) ও ব্রুক হ্যালিডে (Brooke Halliday)। সোফি ৮৫ বলে ৬৩ রান করেন। ব্রুক ১০৪ বলে ৬৯ রান করেন। ওপেনার সুজি বেটস (Suzie Bates) ৩৩ বলে ২৯ রান করেন। ম্যাডি গ্রিন (Maddy Green) ২৮ বলে ২৫ রান করেন। বাংলাদেশের হয়ে রাবেয়া খান (Rabeya Khan) ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন।
রান তাড়া করতে নেমে ৩৩ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে হারিয়ে যায় বাংলাদেশ। ওপেনার রুবিয়া হায়দার (Rubya Haider) ৪ রান করেই আউট হয়ে যান। অপর ওপেনার শারমিন আখতার (Sharmin Akhter) করেন ৩ রান। অধিনায়ক নিগার সুলতানা (Nigar Sultana) করেন ৪ রান। শোভনা মোস্তারি (Sobhana Mostary) ২ রান করেই আউট হয়ে যান। সুমাইয়া আখতার (Sumaiya Akter) ১ রান করেই আউট হয়ে যান। স্বর্ণা আখতারও (Shorna Akter) ১ রান করেন। লড়াই করেন ফাহিমা খাতুন (Fahima Khatun)। তিনি ৮০ বল খেলে ৩৪ রান করেন। নাহিদা আখতার (Nahida Akter) ৩২ বল খেলে ১৭ রান করেন। রাবেয়া ৩৯ বল খেলে ২৫ রান করেন। নিউজিল্যান্ডের হয়ে জেস কের (Jess Kerr) ২১ রান দিয়ে ৩ উইকেট নেন। ২২ রান দিয়ে ৩ উইকেট নেন লি তাহুহু (Lea Tahuhu)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।