
BCCI Domestic: বিজয় হাজারে ট্রফির জন্য কর্ণাটক দলে ফিরলেন ভারতীয় তারকা কেএল রাহুল এবং প্রসিধ কৃষ্ণ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলার পর, ঘরোয়া একদিনের টুর্নামেন্টে খেলতে চলেছেন কেএল রাহুল এবং প্রসিধ কৃষ্ণ। উল্লেখ্য, এই টুর্নামেন্টটি শুরু হচ্ছে আগামী ২৪ জানুয়ারি থেকে। মায়াঙ্ক আগরওয়াল দলকে নেতৃত্ব দেবেন। সম্প্রতি অনুষ্ঠিত আইপিএল-এর মিনি নিলামে অবশ্য কোনও দলই মায়াঙ্ককে নেয়নি।
দলের সহ-অধিনায়ক করুণ নায়ার। আইপিএলে আরসিবি তারকা দেবদত্ত পাডিক্কালও কর্নাটক দলে রয়েছেন বলে জানা যাচ্ছে। জাতীয় দলের তারকাদেরও ঘরোয়া ক্রিকেট খেলতে হবে, বিসিসিআই-এর এই নির্দেশের পরেই, কেএল রাহুল এবং প্রসিধকে বিজয় হাজারে ট্রফির জন্য দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিরাট কোহলি দিল্লীর হয়ে এবং রোহিত শর্মা মুম্বইয়ের হয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলছেন। গত ২০১০ সালের পর, এই প্রথমবার একদিনের ক্রিকেটের অন্যতম সেরা রান সংগ্রাহক বিরাট কোহলি দিল্লীর হয়ে বিজয় হাজারে ট্রফি খেলতে প্রস্তুতি নিচ্ছেন। গ্রুপ 'এ'-তে ঝাড়খণ্ড, কেরালা, তামিলনাড়ু, ত্রিপুরা, রাজস্থান এবং মধ্যপ্রদেশের সঙ্গে রয়েছে কর্ণাটক।
কর্ণাটক দল তাদের সমস্ত লিগ ম্যাচ আহমেদাবাদে খেলবে। আর সেখানেই খেলতে দেখা যাবে ইন্ডিয়ার দুই তারকাকে। বিজয় হাজারে ট্রফির জন্য কর্ণাটক দলে ফিরলেন ভারতীয় তারকা কেএল রাহুল এবং প্রসিধ কৃষ্ণ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলার পর, ঘরোয়া একদিনের টুর্নামেন্টে খেলতে চলেছেন কেএল রাহুল এবং প্রসিধ কৃষ্ণ।
বিজয় হাজারে ট্রফির জন্য কর্ণাটক দল: মায়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), দেবদত্ত পাডিক্কাল, করুণ নায়ার (সহ-অধিনায়ক), আর স্মরণ, কেএল শ্রীজিথ, অভিনব মনোহর, শ্রেয়স গোপাল, বৈশাখ বিজয়কুমার, এল মনবন্ত কুমার, শ্রীশা এস আচার, অভিলাষ শেঠি, বিআর শরথ, হর্ষিত ধর্মানি, ধ্রুব প্রভাকর, কেএল রাহুল, প্রসিধ কৃষ্ণ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।