ভারতীয় ক্রিকেট দলের জার্সি স্পনসর এতদিন ছিল অনলাইন গেমিং কোম্পানি ড্রিম ১১। কিন্তু নয়া ক্রীড়া বিল পাশ হওয়ার ফলে, নড়চড়ে বসল বিসিসিআই। এবার ড্রিম ১১-এর সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি শেষ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। এমনিতেই শোনা যাচ্ছিল, ড্রিম ১১-এর সঙ্গে চুক্তি শেষ হতে পারে বিসিসিআই-এর। এবার আনুষ্ঠানিকভাবে সেই কথা জানিয়ে দিল বোর্ড।
24
ড্রিম ১১-এর সঙ্গে চুক্তি বাতিল করল বিসিসিআই
ড্রিম ১১ কর্তা হেমাং আমিনের সঙ্গে বিসিসিআই হেড কোয়ার্টারে দীর্ঘ আলোচনার পর, চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, এই ধরনের কোম্পানির সঙ্গে আর কোনও চুক্তি করা হবে না। ফলে, আগামী মাসে শুরু হতে চলা এশিয়া কাপে ভারতীয় দল কোনও স্পনসর ছাড়াই খেলবে বলে মনে করছেন অনেকে।
34
ভারতীয় দলের নতুন স্পনসর কোন সংস্থা?
সূত্রের খবর, টয়োটা সহ বেশ কয়েকটি বড় সংস্থা ভারতীয় দলের জার্সি স্পনসর হওয়ার জন্য আগ্রহ দেখিয়েছে। উল্লেখ্য, আগামী ২০২৬ সাল পর্যন্ত ড্রিম ১১-এর সঙ্গে চুক্তি থাকলেও, সরকারি আইন সংশোধনের কারণে চুক্তি বাতিল হওয়ায় বিসিসিআইকে কোনও ক্ষতিপূরণ দিতে হবে না বলে জানা গেছে। প্রসঙ্গত, আজ থেকে ১৮ বছর আগে শুরু হওয়া ড্রিম ১১-এর বর্তমান মূল্য ৮ বিলিয়ন ডলার। বাইজুসের আর্থিক কেলেঙ্কারির কারণে, ২০২৩ সালের জুলাই মাসে ড্রিম ১১ ভারতীয় দলের স্পনসর হয়। তিন বছরের জন্য ৩৫৮ কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হয়েছিল বিসিসিআই-এর সঙ্গে।
একাধিক ভারতীয় ক্রিকেটার ড্রিম ১১-এর ব্র্যান্ড অ্যাম্বাসডর ছিলেন
ভারতীয় দল ছাড়াও আইপিএলেও ড্রিম ১১ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। রোহিত শর্মা, ঋষভ পন্থ, যশপ্রীত বুমরা, এম.এস. ধোনি, হার্দিক পান্ডিয়া সহ একাধিক ভারতীয় ক্রিকেটার ড্রিম ১১-এর ব্র্যান্ড অ্যাম্বাসডর ছিলেন। তবে এবার কেন্দ্রীয় সরকার টাকার বিনিময় খেলা হয়, এমন সব অনলাইন গেমকে নিষিদ্ধ করে দয়েছে নয়া বিল এনে। এই আইন অমান্য করে অনলাইন জুয়া পরিষেবা প্রদানকারীদের তিন বছর পর্যন্ত কারাদণ্ড কিংবা ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয়ই হতে পারে। ড্রিম ১১-এ যেহেতু টাকার বিনময়ে টিম বানিয়ে কনটেস্ট জয়েন করতে হত, তাই এটি আদতে টাকার বিনিময়ে অনলাইন গেমের আওতায় পড়ে। সেইজন্য বিসিসিআই তাদের স্পনসরশিপ চুক্তি বাতিল করেছে।