BCCI News: বিরাট ধাক্কা খেল বিসিসিআই। বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে ইয়াদের। কিন্তু কেন?

BCCI News: একটা সময় আইপিএলে খেলেছিল তারা। দল উঠে গেছে, কিন্তু এবার সেই দলকেই ক্ষতিপূরণ দিতে বলল বোম্বে হাইকোর্টে। ফলে, বেজায় বিপাকে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দলটির নাম ছিল কোচি টাস্কার্স (IPL Contract Breach)। সেই দলকে এবার ৫৩৮ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে বলে সালিশি আদালতের রায়কেই বহাল রাখল বোম্বে হাইকোর্ট (kochi tuskers compensation case)।

বিষয়টা ঠিক কী?

আসলে চুক্তিভঙ্গের অভিযোগে, ২০১১ সালে প্রথম সিজনের পরেই আইপিএল থেকে বহিষ্কার করা হয় দলটিকে। কিন্তু সেই সিদ্ধান্তের বিরোধিতা করে কোচি টাস্কার্স দলের তরফ থেকে করা একটি আবেদনের পরিপ্রেক্ষিতে সেই সময় সালিশি আদালত ৫৩৮ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল।

আর সেখানেই বিসিসিআই-এর তরফে করা আবেদনকে কার্যত, খারিজ করে দিয়ে বোম্বে হাইকোর্টের বিচারপতি আর আই চ্যাংলা সালিশি আদালতের সেই রায়কেই বহাল রেখেছেন। বিসিসিআই-এর সঙ্গে চুক্তি অনুযায়ী, বার্ষিক ১৫৬ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টি না দেওয়ায় ২০১১ সালের সেপ্টেম্বর মাসে কোচি টাস্কার্স দলটিকে আইপিএল থেকে বহিষ্কার করা হয়।

তবে সেই সময় বিসিসিআই-এর অধিকাংশ সদস্যের বিরোধিতাকে রীতিমতো উপেক্ষা করেই তৎকালীন সভাপতি শশাঙ্ক মনোহর দলটিকে বহিষ্কার করেছিলেন।এমনকি, টাস্কার্সদের আইপিএলে খেলতে দিয়ে ক্ষতিপূরণ এড়ানোর মতো পরামর্শকেও শশাঙ্ক মনোহর নিজের ইচ্ছায় উপেক্ষা করেছিলেন। আর তার ফল এসে ভুগতে হচ্ছে আজকে।

তারপরেই এই সিদ্ধান্তের বিরুদ্ধে দলের মালিক রেন্দেভু কনসোর্টিয়াম সালিশি আদালতে যায় 

তবে ক্ষতিপূরণ দেওয়ার বিরোধিতা করে বিসিসিআই বিভিন্ন আদালতে মামলা করে শেষপর্যন্ত, ব্যর্থ হয়েছে। আইপিএলে খেলার জন্য কোচি টাস্কার্সের দেওয়া ১৫৬ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টির টাকা বিসিসিআই একতরফাভাবে আত্মসাৎ করায় এই বিবাদ সৃষ্টি হয় বলে জানা গেছে। মাত্র ৬ মাসের মধ্যে নতুন গ্যারান্টি দেওয়ার নির্দেশ বিসিসিআই দিলেও, সেই নির্দেশকে তখন কোচি প্রত্যাখ্যান করে। এরপর ২০১১ সালের সেপ্টেম্বর মাসে, দলটিকে আইপিএল থেকে বহিষ্কার করা হয়।

প্রসঙ্গত, আটটি দল নিয়ে ২০০৮ সালে শুরু হয় আইপিএলে। কিন্তু ২০১১ সালে, দুটি নতুন দল নিলামে যুক্ত হয়। কোচি টাস্কার্স এবং পুনে ওয়ারিয়র্স। বিভিন্ন শিল্পগোষ্ঠীর সমন্বয়ে গঠিত রেন্দেভু কনসোর্টিয়াম ছিল কোচি দলের মালিক। মাত্র একটি মরশুমে খেলার পর, কোচি দলটি আইপিএল থেকে বাদ পড়লেও পুনে ওয়ারিয়র্স আরও দুটি মরশুম খেলা চালিয়ে যায়। কিন্তু পরে তারাও চুক্তিভঙ্গের কারণে বাদ পড়ে।

তার ফলে, ২০১৪ সাল থেকে আইপিএলে আবার আটটি দল নিয়ে খেলা হয় 

আইপিএলে মাত্র একটি মরশুম খেলা কোচি দলটি প্রথম বছর লিগে টেবিলে অষ্টম স্থানে শেষ করে। ভালো ভালো ক্রিকেটারদের সেইবার দলে নিয়েছিল তারা। তাদের মধ্যে ছিলেন ব্রেন্ডন ম্যাককালাম, মাহেলা জয়বর্ধনে, মুথিয়া মুরলিধরন, এস শ্রীশান্থ এবং ব্র্যাড হজ সহ আরও অনেকে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।