Ajit Agarkar: পরপর বড় টুর্নামেন্টে সাফল্য! অজিত আগরকরের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে বিসিসিআই?

Published : Aug 22, 2025, 09:40 AM ISTUpdated : Aug 22, 2025, 10:21 AM IST
Ajit Agarkar and Team India

সংক্ষিপ্ত

Ajit Agarkar: ভারতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে মেয়াদ বৃদ্ধি অজিত আগরকরের। চুক্তি বাড়ছে তাঁর। 

Ajit Agarkar: অজিত আগরকরকে আরও এক বছর জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে (ajit agarkar latest news)। বোর্ড সূত্রের খবর, তাঁর সঙ্গে চুক্তি বৃদ্ধি করতে চলেছে বিসিসিআই (BCCI)।

জানা গেছে, আগরকর নির্বাচক প্রধান হিসেবে থাকাকালীন একাধিক বড় টুর্নামেন্টে সাফল্যে পেয়েছে ভারতীয় ক্রিকেট দল। সেইজন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের এই প্রাক্তন ক্রিকেটারকে নিয়ে।

বোর্ড সূত্রে কী জানা যাচ্ছে?

প্রসঙ্গত, কয়েক মাস আগেই আগরকরের সঙ্গে চুক্তি বৃদ্ধির সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। এরপর তাঁকে সেই প্রস্তাবের কথা জানানো হয় এবং সেই প্রস্তাব তিনি গ্রহণও করেছেন বলে খবর। আর তার ফলে, আসন্ন ২০২৬ সালের জুন মাস পর্যন্ত অজিত আগরকরই নির্বাচক প্রধান হিসেবে থাকবেন। 

তারপর পরিস্থিতি বুঝে ব্যবস্থা। তবে আগরকরের সঙ্গে নতুন চুক্তি করলেও, নির্বাচক প্যানেলের বাকি সদস্যদের বিষয়ে ছবিটা ঠিক পরিষ্কার নয়। এই মুহূর্তে আগরকরের সঙ্গে বর্তমান নির্বাচক প্যানেলে রয়েছেন শিবশংকর দাস, সুব্রত মুখোপাধ্যায়, অজয় রাত্রা এবং এস শরদ।তবে আগরকর ছাড়া বাকি চারজনের ভবিষ্যৎ নিয়ে বিসিসিআই-এর বার্ষিক সভায় আলোচনা হতে পারে। 

সাউথ জোনের নির্বাচক শরদকে ছেঁটে ফেলারও সম্ভাবনা রয়েছে 

তাঁর বদলে নতুন করে নির্বাচক নিয়োগের বিজ্ঞপ্তি ঘোষণা করবে বিসিসিআই। সেইসঙ্গে, বাকি তিনজনের ভবিষ্যৎ নিয়েও আলোচনা করা হবে বলে জানা গেছে। তবে নির্বাচক প্রধান আগরকরের বিষয়ে সবাই খুশি এবং তিনি আপাতত সব সমালোচনার ঊর্ধ্বে রয়েছেন। 

তিনি প্রধান নির্বাচক থাকাকালীন একের পর এক বড় টুর্নামেন্টে সাফল্য পেয়েছে টিম ইন্ডিয়া। একদিনের বিশ্বকাপের ফাইনালে উঠেছে, টি-২০ বিশ্বকাপ জয়, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয় এবং এশিয়া কাপ জয় করেছে ভারত। 

তাই অজিত আগরকরকে আরও এক বছর জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। বোর্ড সূত্রের খবর, তাঁর সঙ্গে চুক্তি বৃদ্ধি করতে চলেছে বিসিসিআই। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: বড় রান অস্ট্রেলিয়ার! দ্বিতীয় ইনিংসে চাপে জো রুটরা, ব্রিসবেনে লড়ছে ইংল্যান্ড
IND vs SA: জয়সওয়ালের দুরন্ত সেঞ্চুরি! সঙ্গে রোহিত-কোহলির যুগলবন্দী, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতল ভারত