এশিয়া কাপের দল নির্বাচন নিয়ে বিতর্ক, প্রধান নির্বাচককে নিয়ে বড় সিদ্ধান্ত বিসিসিআই-এর

Published : Aug 21, 2025, 03:07 PM IST
Ajit Agarkar-Suryakumar Yadav

সংক্ষিপ্ত

Ajit Agarkar: ভারতীয় দলের প্রাক্তন পেসার অজিত আগরকর এখন প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করছেন। তাঁর নেতৃত্বে নির্বাচকরা সম্প্রতি এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য দল বেছে নিয়েছেন। এই দল বাছাই নিয়ে বিতর্ক তৈরি হলেও, আগরকরের কাজে খুশি বিসিসিআই (BCCI)।

DID YOU KNOW ?
প্রধান নির্বাচক আগরকর
ভারতীয় দলের হয়ে টেস্ট, ওডিআই ফর্ম্যাটে খেলেছেন অজিত আগরকর। এখন তিনি বিসিসিআই-এর প্রধান নির্বাচক।

Indian Cricket Team: ২০২৬ সালের জুন পর্যন্ত বিসিসিআই-এর (BCCI) প্রধান নির্বাচক হিসেবে থাকছেন অজিত আগরকর (Ajit Agarkar)। এশিয়া কাপের (Asia Cup 2025) দল নির্বাচনের কয়েকদিন পরেই বিসিসিআই-এর পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগরকরের নেতৃত্বে নির্বাচকরা যে দল বাছাই করেছে, তাতে যেমন সাফল্য এসেছে, তেমনই ব্যর্থতাও এসেছে। চলতি বছরে অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে (Border-Gavaskar Trophy) হেরে যায় ভারতীয় দল। তবে এরপর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি (ICC Champions Trophy 2025) জিতেছেন রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিরা (Virat Kohli)। শুবমান গিলের (Shubman Gill) নেতৃত্বে ইংল্যান্ড সফরে (India Tour of England, 2025) টেস্ট সিরিজ ড্র করেছে ভারতীয় দল। এশিয়া কাপ, আগামী বছরের টি-২০ বিশ্বকাপেও (ICC Men's T20 World Cup 2026) ভারতীয় দল ভালো পারফরম্যান্স দেখাবে বলে আশাবাদী বিসিসিআই কর্তারা। এই কারণেই প্রধান নির্বাচক পদে আগরকরের মেয়াদ বাড়ানো হল।

নতুন পথে ভারতীয় ক্রিকেট

২০২৩ সালের জুলাইয়ে প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পান আগরকর। এরপর ভারতীয় ক্রিকেটে অনেক বদল হয়েছে। ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ জেতার পর এই ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত, বিরাট ও রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। এবারের ইংল্যান্ড সফরের আগে টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন বিরাট ও রোহিত। আগরকর প্রধান নির্বাচক হওয়ার পর ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপে (ICC Cricket World Cup 2023) রানার্স হয় ভারতীয় দল। এরপর ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ এবং চলতি বছরে চ্যাম্পিয়নস ট্রফি জেতে ভারতীয় দল। আগামী বছরের টি-২০ বিশ্বকাপ এবং ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেট দলে আরও বদল আসতে চলেছে। এ বিষয়ে আগরকের উপর নির্ভর করছে বিসিসিআই।

সব ফর্ম্যাটেই অধিনায়ক শুবমান?

টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের হওয়ার পর অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন শুবমান। তিনি টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলের সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন। ভবিষ্যতে সব ফর্ম্যাটেই শুবমান ভারতীয় দলের অধিনায়ক হবেন বলে আলোচনা শুরু হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২৬
২০২৬ সালের জুন পর্যন্ত প্রধান নির্বাচক অজিত আগরকর
২০২৩ সালের জুলাইয়ে প্রধান নির্বাচক হিসেবে নিযুক্ত হন অজিত আগরকর। তাঁর মেয়াদ বৃদ্ধি করল বিসিসিআই।
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা
Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড