
Asia Cup 2025: পহেলগাঁওয়ে জঙ্গি হামলা (Pahalgam Terror Attack), অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পরেও ভারত-পাকিস্তান ম্যাচ (India vs Pakistan) ম্যাচ নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান বদলাচ্ছে না। গত এক দশকেরও বেশি সময় ধরে যে অবস্থান আছে, এখনও সেটাই থাকছে। এর অর্থ হল, পাকিস্তানের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না ভারতীয় দল। তবে কোনও বহুদেশীয় টুর্নামেন্ট, বিশ্বকাপ বা অলিম্পিক্সের মতো প্রতিযোগিতায় পাকিস্তানের সঙ্গে ম্যাচ থাকলে খেলবে ভারত। ২০১২-১৩ মরসুমের পর থেকেই ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। অদূর ভবিষ্যতে এই সিরিজ হচ্ছে না। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার আরও জানিয়েছে, ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে না। পাকিস্তান দলও ভারতের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসবে না। আপাতত এই অবস্থানই থাকছে।
বিভিন্ন মহল থেকে দাবি উঠছিল, এশিয়া কাপে (Asia Cup 2025) পাকিস্তানের সঙ্গে ম্যাচ বয়কট করা হোক। এই ম্যাচ খেলতে রাজি হওয়ায় অনেকেই ক্রিকেটারদের সমালোচনা করছিলেন। কিন্তু কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাসকর (Sunil Gavaskar) স্পষ্ট করে দেন, কেন্দ্রীয় সরকারই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। সরকার নির্দেশ দিলে ক্রিকেটারদের খেলতে বলবে বিসিসিআই (BCCI)। এরপরেই পাকিস্তানের সঙ্গে খেলা নিয়ে অবস্থান স্পষ্ট করে দিল সরকার। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে অনেকেই অবশ্য বলছিলেন, 'রক্তপাত ও ক্রিকেট খেলা একসঙ্গে চলতে পারে না।' কিন্তু কেন্দ্রীয় সরকার জানিয়ে দিল, এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলার অনুমতি দেওয়া হচ্ছে।
ক্রীড়ামন্ত্রক আরও জানিয়েছে, যে কোনও খেলার বহুদেশীয় টুর্নামেন্টে পাকিস্তানের খেলোয়াড়রা থাকলেও ভারতীয় ক্রীড়াবিদরা সেই প্রতিযোগিতায় যোগ দেবেন। ভারতের মাটিতে কোনও বহুদেশীয় টুর্নামেন্টে পাকিস্তান দল বা কোনও ক্রীড়াবিদ যোগ দিতে চাইলে ভিসা দেওয়া হবে। ভারতে কোনও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হলে তা যাতে সফল হয়, সেই ব্যবস্থা করা হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।