
Afghanistan-Pakistan Conflict: পাকিস্তানের নাম না করেই সাধারণ মানুষের উপর হামলার তীব্র নিন্দা করল বিসিসিআই (BCCI)। পাকিস্তানের বিমান হানায় (Pakistani Airstrikes) আফগানিস্তানের তিনজন উঠতি ক্রিকেটারের মৃত্যু হয়েছে। সেই ঘটনার নিন্দা করে এক বিবৃতিতে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া (Devajit Saikia) বলেছেন, ‘আফগানিস্তানের তিন তরুণ ক্রিকেটার কবীর আগা, সিবগাতুল্লাহ ও হারুনের দুঃখজনক মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করছে এবং সমবেদনা জানাচ্ছে বিসিসিআই। তাঁরা পাকতিকা প্রদেশে (Paktika province) সীমান্তের ওপার থেকে কাপুরুষোচিত বিমান হানায় প্রাণ হারিয়েছেন। এই শোকের সময় আফগানিস্তান ক্রিকেট বোর্ড (Afghanistan Cricket Board), ক্রিকেটের সঙ্গে যুক্ত সব ব্যক্তি, নিহত ক্রিকেটারদের পরিবারের পাশে আছে বিসিসিআই। এই ভয়ানক ও অযৌক্তিক হামলার নিন্দা করছে বিসিসিআই। নিরীহ মানুষের মৃত্যু, বিশেষ করে প্রতিশ্রুতিমান ক্রীড়াবিদদের মৃত্যু গভীরভাবে পীড়াদায়ক এবং গভীর উদ্বেগের বিষয়। আফগানিস্তানের মানুষের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে বিসিসিআই। তাঁদের যন্ত্রণা ও ক্ষয়ক্ষতি ভাগ করে নেওয়া হচ্ছে।’
আইসিসি-র (ICC) পক্ষ থেকেও পাকিস্তানি বিমান হানায় আফগান ক্রিকেটারদের নিহত হওয়ার ঘটনার নিন্দা করা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আফগানিস্তানের তিনজন তরুণ ও প্রতিশ্রুতিমান ক্রিকেটার কবীর আগা, সিবগাতুল্লাহ ও হারুনের দুঃখজনক মৃত্যুতে আইসিসি গভীরভাবে দুঃখিত ও আতঙ্কিত। তাঁরা সম্প্রতি আফগানিস্তানের পাকতিকা প্রদেশে বিমান হানায় প্রাণ হারিয়েছেন।’
আফগান ক্রিকেটারদের মর্মান্তিক মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ (ICC Chairman Jay Shah)। তিনি 'এক্স' হ্যান্ডলে লিখেছেন, ‘আফগানিস্তানের তিনজন তরুণ ও প্রতিশ্রুতিমান ক্রিকেটার কবীর আগা, সিবগাতুল্লাহ ও হারুনের মৃত্যুতে আমি গভীরভাবে দুঃখিত। বিবেচনাহীন হিংসাত্মক কার্যকলাপের ফলে ওদের ওদের স্বপ্ন শেষ হয়ে গেল। এরকম প্রতিশ্রুতিমান প্রতিভা হারানো শুধু আফগানিস্তানের জন্যই দুঃখজনক নয়, সারা ক্রিকেট দুনিয়ার জন্যই দুঃখজনক। আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পাশে আছি। যাঁরা এই হৃদবিদারক ক্ষতিতে শোকপ্রকাশ করছেন, তাঁদের পাশেও আমরা আছি।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।