নির্লজ্জতার সীমা ছাড়িয়ে যাচ্ছে! আফগানিস্তানকে বাদ দিয়েই সিরিজ আয়োজনের লক্ষ্যে পিসিবি

Published : Oct 18, 2025, 02:24 PM IST
Pakistan vs Afghanistan

সংক্ষিপ্ত

Pakistani Airstrikes: পাকিস্তানের বিমান হানায় তিন তরুণ ক্রিকেটারের মৃত্যুর পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় টি-২০ সিরিজ থেকে সরে দাঁড়িয়েছে আফগানিস্তান। তারপরেও নির্লজ্জের মতো আচরণ করে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

DID YOU KNOW ?
পাক-আফগান সংঘর্ষ
গত কয়েকদিন ধরে পাকিস্তান-আফগানিস্তান সংঘর্ষ চলছে। আপাতত সংঘর্ষ-বিরতির লক্ষণ দেখা যাচ্ছে না।

Afghanistan vs Pakistan: আফগানিস্তানে পাকিস্তানের বিমান হানায় তিন তরুণ ক্রিকেটারের মৃত্যুতে শোক প্রকাশ করা তো দূর, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আফগানিস্তান দল ত্রিদেশীয় টি-২০ সিরিজ থেকে সরে দাঁড়ানোয় তাদের বাদ দিয়েই এই সিরিজ আয়োজন করতে চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)। নভেম্বরের শেষদিকে এই সিরিজ হওয়ার কথা। পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কার (Sri Lanka) মধ্যে এই সিরিজ হওয়ার কথা ছিল। এখন আফগানিস্তানের বদলে অন্য কোনও দলকে এই সিরিজ খেলার বিষয়ে রাজি করাতে চাইছে পিসিবি। ইতিমধ্যেই কয়েকটি ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা শুরু করেছে পিসিবি। এ বিষয়ে এক পিসিবি কর্তা বলেছেন, ‘আফগানিস্তান দল প্রত্যাহার করে নেওয়ার পরেও সূচি অনুযায়ী হবে ত্রিদেশীয় সিরিজ। আমরা বিকল্প দলের সন্ধান করছি। বিকল্প দল চূড়ান্ত হয়ে গেলে আমরা সে কথা ঘোষণা করব। এই ত্রিদেশীয় সিরিজে তৃতীয় দল হিসেবে আছে শ্রীলঙ্কা। ১৭ নভেম্বর শুরু হবে সিরিজ।’ পিসিবি স্পষ্ট করে দিয়েছে, বিমান হানায় তিন উঠতি ক্রিকেটারের মৃত্যু হলেও, তারা সেসব নিয়ে ভাবছে না।

পাকিস্তানে দল পাঠাচ্ছে না আফগানিস্তান ক্রিকেট বোর্ড

টেস্ট খেলার সুযোগ পাওয়ার পর থেকে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের কোনও দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। তবে আইসিসি-র (ICC) স্বীকৃতি পাওয়ার আগে আফগানিস্তান এ দল মাঝেমধ্যেই পাকিস্তান সফরে যেত। আফগানিস্তানের অনেক ক্রিকেটারই পাকিস্তানে গিয়ে অনুশীলন করতেন। পিসিবি তাদের ঘরোয়া প্রতিযোগিতাগুলিতে আফগান ক্রিকেটারদের খেলার অনুমতিও দিয়েছিল। কিন্তু পাকিস্তানের বিমান হানায় তিন তরুণ ক্রিকেটারের মৃত্যুর পর ফের আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের ক্রিকেট-সম্পর্কের অবনতি হয়েছে। 

কোন দলকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান-শ্রীলঙ্কা?

পিসিবি সূত্রে জানা গিয়েছে, টেস্ট খেলে এমন কোনও দেশের ক্রিকেট বোর্ডকে রাজি করানোর চেষ্টা করা হচ্ছে। তবে একান্তই যদি সেরকম কোনও দল এই ত্রিদেশীয় সিরিজ খেলতে রাজি না হয়, তাহলে নেপাল (Nepal), সংযুক্ত আরব আমিরশাহির (UAE) মতো দলকে রাজি করানোর চেষ্টা করা হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
পাকিস্তানের বিমান হানায় ৩ তরুণ ক্রিকেটারের মৃত্যু।
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হানায় ৩ তরুণ ক্রিকেটারের মৃত্যুতে শোকের ছায়া।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম