Afghan Cricketer Killed News: পাকিস্তানের এয়ার স্ট্রাইকে নিহত আফগান ক্রিকেটার। ঘটনায় চরম ক্ষুদ্ধ আফগান ক্রিকেট বোর্ড। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Afghan Cricketer Killed News: পাকিস্তানের বর্বোরচিত হামলায় এবার প্রাণ হারালেন আফগানিস্তানের তিন ক্রিকেটার। ঘটনায় তীব্র নিন্দা আফগান ক্রিকেট বোর্ডের। তুলে নেওয়া হল আগামী নভেম্বর মাসের ত্রিদেশীয় সিরিজ। জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে হামলা চালায় পাক বাহিনী। পাক সেনার আকাশ পথে এই হামলার ঘটনায় তিন ক্রিকেটার সহ প্রাণ হারিয়েছেন মোট আটজন। ঘটনায় নিহত ক্রিকেটারদের নাম ও ছবি প্রকাশ করেছে আফগান ক্রিকেট বোর্ড।
আফগান ক্রিকেটারদের ওপর হামলা পাকিস্তানের
আফগান ক্রিকেট বোর্ড সূত্রে খবর, নিহত ক্রিকেটারদের নাম হল- কবীর, শিবঘাতুল্লা এবং হারুন। এই বিষয়ে সামনে এসেছে আফগান ক্রিকেট বোর্ডের একটি বিবৃতি। সেখানে এসিবি-র তরফে বলা হয়েছে যে, ''আফগানিস্তানের উরগুন জেলায় আফগান ক্রিকেটারদের উপর কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এই ধরনের বর্বরতা মেনে নেওয়া যায় না। ক্রিকেটারদের মৃত্যুর খবরে আফগান ক্রিকেট বোর্ড গভীর ভাবে শোকাহত। এই ঘটনায় উরগুন জেলায় তিন ক্রিকেটার ও পাঁচজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। ক্রিকেটাররা একটি ম্যাচ খেলতে উরগুন জেলার শারানায় গিয়েছিল। সেখানেই তাদের উপর এই হামলার ঘটনা ঘটে।''
দল তুলে নিলো আফগানিস্তান:-
এদিকে এই ঘটনায় আগামী নভেম্বর মাসে ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের দলের নাম তুলে নিল আফগানিস্তান। বোর্ডের তরফে বলা হয়েছে যে, পাকতিতা প্রদেশে যে নৃশংস ঘটনা ঘটেছে তা ক্রিকেটারদের পরিবারের জন্য অপূরণীয় একটি ক্ষতি। এর প্রতিবাদে আগামী নভেম্বর মাসে পাকিস্তান-শ্রীলঙ্কার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে না আফগানিস্তান।
ঘটনায় মুখ খুলেছেন আফগানিস্তানের টি২০ ক্রিকেট দলের অধিনায়ক রশিদ খান। নিজের এক্স হ্যান্ডেলে পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ''পাকিস্তানের হামলায় আফগানিস্তানের নাগরিকদের মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত।
এই হামলায় অনেক মহিলা, শিশুর প্রাণ গিয়েছে। প্রাণ গিয়েছে তরুণ ক্রিকেটারদের, যাঁরা এক দিন আন্তর্জাতিক মঞ্চে খেলার স্বপ্ন দেখেছিলেন। এ ভাবে অসামরিক পরিকাঠামোয় হামলা বর্বরোচিত এবং অনৈতিক। এই ধরনের কাজ মানবাধিকার লঙ্ঘন করে, একে এড়িয়ে যাওয়া উচিত নয়। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু হয়েছে। আমি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। এই কঠিন সময়ে আমি আমাদের দেশের মানুষের পাশে দাঁড়াচ্ছি। দেশের মর্যাদা সবচেয়ে আগে।''
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


