গাড়ি দুর্ঘটনায় মারাত্মক জখম হয়ে হাসপাতালে ভর্তি ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। এই কঠিন পরিস্থিতিতে তাঁর পাশে থাকার বার্তা দিল বিসিসিআই।
শুক্রবার ভোরবেলা গাড়ি দুর্ঘটনার ফলে বেশ ভালরকম চোট পেয়েছেন ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। তাঁর কপালে চোট লেগেছে, চোখের কাছে কেটে গিয়েছে, মাথায় লেগেছে, ডান হাতের কবজির কাছে চোট লেগেছে, গোড়ালি, কোমর ও পিঠেও চোট লেগেছে। তবে শোনা যাচ্ছে হাঁটুর চোট সবচেয়ে বেশি। বিসিসিআই-এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'ভারতের উইকেটকিপার ঋষভ পন্থ শুক্রবার ভোরে উত্তরাখণ্ডের রুরকির কাছে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন। তাঁকে প্রথমে সক্ষম হসপিটাল মাল্টিস্পেশালিটি অ্য়ান্ড ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসা করা হয়। এরপর তাঁকে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর এমআরআই স্ক্যানের ব্যবস্থা করা হয়েছে। তাঁর চোট কতটা গুরুতর এবং কী ধরনের চিকিৎসা প্রয়োজন, সেটা বোঝার চেষ্টা করছেন চিকিৎসকরা। ঋষভের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে বিসিসিআই। যে চিকিৎসকরা এখন ঋষভের চিকিৎসা করছেন, তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন বিসিসিআই-এর মেডিক্যাল টিমের সদস্যরা। ঋষভ যাতে সেরা চিকিৎসার সুযোগ পান, সেটা নিশ্চিত করার চেষ্টা করছে বোর্ড। এই ভয়াবহ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য তাঁকে সবরকমভাবে সাহায্য করা হচ্ছে।'
হাসপাতাল সূত্রে খবর, পন্থের কপালের ২ জায়গায় কেটে গিয়েছে। তাঁর ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। এই চোটটাই সবচয়ে গুরুতর। এছাড়া তাঁর ডান কবজিতে চোট লেগেছে। পন্থের গোড়ালি , পায়ের বুড়ো আঙুলেও চোট লেগেছে। এছাড়া তাঁর কোমর ও পিঠেও চোট লেগেছে।
বিসিসিআই সচিব জয় শাহ ট্যুইট করে জানিয়েছেন, ‘আমি ঋষভ পন্থের পাশে আছি। ও যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে তার জন্য প্রার্থনা করছি। আমি ওর পরিবারের লোকজন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। ঋষভ এখন স্থিতিশীল। ওর চোটের জায়গায় স্ক্যান করা হচ্ছে। আমরা ওর চিকিৎসা ও শারীরিক পরিস্থিতির দিকে নজর রেখেছি। ওকে আমরা সবরকমভাবে সাহায্য করব।’
শুক্রবার ভোর সাড়ে ৫টা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে পন্থের গাড়ি। ডিভাইডার রেলিংয়ে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি। এরপরেই গাড়িটিতে আগুন ধরে যায়। স্থানীয় বাসিন্দারা বিকট শব্দ পেয়ে ছুটে গিয়ে কোনওমতে গাড়ি থেকে বের করেন পন্থকে। পুলিশকর্মীরাও ঘটনাস্থলে ছুটে যান। এরপরেই পন্থকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ক্রীড়াপ্রেমীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। জাতীয় দলের সতীর্থরাও পন্থের পাশে থাকার বার্তা দিয়েছেন।
আরও পড়ুন-
শুক্রবার ভোরে গাড়ি দুর্ঘটনা, মারাত্মক জখম হয়ে হাসপাতালে ঋষভ পন্থ
গাড়ির সেফটি ফিচার্সের জন্যই মারাত্মক দুর্ঘটনার পরেও প্রাণে বাঁচলেন ঋষভ পন্থ
বুমরাহ, জাদেজাকে দলে ফেরানোর বিষয়ে তাড়াহুড়ো করতে নারাজ বিসিসিআই