বড় দায়িত্ব দিতে চাইছে বিসিসিআই, বিরোধ ভুলে গম্ভীরের সঙ্গে কাজ করবেন ধোনি?

Published : Aug 31, 2025, 10:44 AM IST
Gautam Gambhir and MS Dhoni

সংক্ষিপ্ত

MS Dhoni: ভারতীয় ক্রিকেট দলের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এখনও আইপিএল-এ (IPL 2026) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে খেলে চলেছেন। এরই মধ্যে তাঁকে জাতীয় দলের বড় দায়িত্ব দিতে চাইছে বিসিসিআই (BCCI)।

DID YOU KNOW ?
ধোনি-গম্ভীরের মতবিরোধ
জাতীয় দলের হয়ে একসঙ্গে খেলার সময় থেকেই মহেন্দ্র সিং ধোনির সঙ্গে গৌতম গম্ভীরের সম্পর্ক ভালো নয়। এখনও তাঁদের সম্পর্ক স্বাভাবিক হয়নি।

MS Dhoni-Gautam Gambhir: ভারতীয় দলের (Indian Cricket Team) স্বার্থে কি নিজেদের মধ্যে বিরোধ ভুলে একসঙ্গে কাজ করবেন মহেন্দ্র সিং ধোনি এ গৌতম গম্ভীর? ভারতীয় ক্রিকেট মহলে এখন এই জল্পনা চলছে। কারণ, আগামী বছরের টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) কথা মাথায় রেখে ধোনিকে ভারতীয় দলে গুরুত্বপূর্ণ দায়িত্বে আনতে চাইছে বিসিসিআই (BCCI)। প্রাক্তন অধিনায়ককে সব ফর্ম্যাটেই মেন্টর হিসেবে দায়িত্ব দিতে চাইছে বিসিসিআই। শুধু সিনিয়র দলই নয়, মহিলা দল এবং জুনিয়র দলেরও মেন্টর হিসেবে ধোনিকে দেখতে চাইছে বিসিসিআই। প্রাক্তন অধিনায়কের বিখ্যাত মস্তিষ্ক ও দীর্ঘ অভিজ্ঞতা সব ক্রিকেটারকেই সাহায্য করবে বলে আশায় বিসিসিআই কর্তারা। কিন্তু ধোনি জাতীয় দলের সঙ্গে যুক্ত হতে চাইবেন কি না, সে বিষয়ে সংশয় রয়েছে। তাঁকে এর আগেও দায়িত্ব দিতে চেয়েছিল বিসিসিআই। কিন্তু ২০২১ সালের টি-২০ বিশ্বকাপে (2021 Men's T20 World Cup) ভারতীয় দলের মেন্টর হিসেবে থাকলেও, এরপর আর দায়িত্ব নিতে চাননি ধোনি। তবে এবার তাঁকে রাজি করাতে চাইছে বিসিসিআই।

গম্ভীরের সহযোগী হিসেবে থাকবেন ধোনি?

ধোনির নেতৃত্বে খেলেছেন গম্ভীর। তাঁরা একসঙ্গে ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপ (2007 World Twenty20), ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ (2011 Cricket World Cup) জিতেছেন। কিন্তু জাতীয় দলে একসঙ্গে খেললেও, তাঁদের ব্যক্তিগত সম্পর্ক একেবারেই ভালো নয়। এই কারণেই গম্ভীর জাতীয় দলের প্রধান কোচ থাকাকালীন মেন্টর হিসেবে ধোনিকে মেনে নিতে চাইবেন কি না, সে বিষয়ে সংশয় রয়েছে। ধোনিও হয়তো গম্ভীরের সঙ্গে কাজ করতে চাইবেন না। ফলে বিসিসিআই-এর পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা কম।

আইপিএল নিয়েই বেশি ভাবছেন ধোনি

ধোনির ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, তিনি আইপিএল-এ (IPL 2026) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে খেলা নিয়েই ভাবছেন। আইপিএল থেকে অবসর না নেওয়া পর্যন্ত অন্য কোনও দায়িত্ব নিতে চাইছেন না ধোনি

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ৩ বার আইসিসি টুর্নামেন্ট জয়
মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে টি-২০ বিশ্বকাপ, ওডিআই বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে ভারতীয় দল।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম