
Sachin Tendulkar on BCCI President Election: ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর কি কোনওদিন ক্রিকেট প্রশাসনে আসবেন? প্রাক্তন ক্রিকেটার রজার বিনি (Roger Binny) বিসিসিআই সভাপতি পদ থেকে সরে যাওয়ার পর এখন এই পদ খালি। চলতি মাসের শেষদিকে মুম্বইয়ে (Mumbai) বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভায় (BCCI Annual General Meeting) নতুন সভাপতি-সহ বিভিন্ন পদাধিকারীদের বেছে নেওয়া হবে। নিজের শহরে কি নতুন বিসিসিআই সভাপতি হিসেবে দেখা যাবে সচিনকে? হঠাৎই ভারতীয় ক্রিকেট মহলে এই জল্পনা শুরু হয়ে যায়। অনেকে বলতে শুরু করেন, পরবর্তী বিসিসিআই সভাপতি হতে পারেন সচিন। এবার এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন সচিন। ফলে যে জল্পনা শুরু হয়েছিল, তা এবার শেষ হয়ে গেল।
সচিনের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, এই কিংবদন্তি ক্রিকেটার জানিয়েছেন, তিনি বিসিসিআই সভাপতি নির্বাচনে প্রার্থী হওয়ার কথা ভাবছেনই না। কোনওদিন ক্রিকেট প্রশাসনে আসেননি সচিন। প্রশাসক হিসেবে কাজ করার অভিজ্ঞতা তাঁর নেই। ভবিষ্যতেও প্রশাসনে আসতে চান না এই কিংবদন্তি। তিনি পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর নানা ধরনের কাজকর্ম নিয়ে আছেন। সেগুলিই চালিয়ে যেতে চাইছেন।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) পরিবর্তে বিসিসিআই সভাপতি হন বিনি। তিনি সরে যাওয়ার পর ফের কোনও প্রাক্তন ক্রিকেটার বিসিসিআই সভাপতি নির্বাচিত হতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে। এই কারণেই সচিনকে নিয়ে আলোচনা শুরু হয়। কিন্তু সচিন স্পষ্ট করে দিয়েছেন, তাঁর পক্ষে বিসিসিআই সভাপতি হওয়া সম্ভব নয়। নানা ধরনের বাণিজ্যিক কাজের সঙ্গে যুক্ত এই তারকা। তিনি অনেক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার। পরিবারের সঙ্গে নিয়মিত বেড়াতেও যান সচিন। তিনি এই জীবনেই খুশি। সচিন রাজি না হওয়ায় অন্য কোনও প্রাক্তন ক্রিকেটারকে বিসিসিআই সভাপতি হিসেবে নির্বাচিত করা হবে না রাজীব শুক্লা (Rajeev Shukla) নতুন সভাপতি হবেন, সেই জল্পনা চলছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।