BCCI AGM: রজার বিনি (Roger Binny) পদত্যাগ করার পর বিসিসিআই-এর অন্তর্বর্তী সভাপতি হিসেবে কাজ করছেন রাজীব শুক্লা (Rajeev Shukla)। তবে কয়েকদিন পরেই বিসিসিআই-এর নতুন সভাপতি বেছে নেওয়া হবে।
KNOW
BCCI Annual General Meeting: ২৮ সেপ্টেম্বর মুম্বইয়ে বিসিসিআই সদর দফতরে (BCCI Headquarters) হতে চলেছে ৯৪-তম বার্ষিক সাধারণ সভা (BCCI Annual General Meeting)। সেদিন সকাল সাড়ে ১১টায় শুরু হবে বার্ষিক সাধারণ সভা। সেদিনই বেছে নেওয়া হবে বিসিসিআই-এর নতুন সভাপতি (BCCI President)। এছাড়া অন্যান্য পদাধিকারীদেরও বেছে নেওয়া হবে। তবে বিসিসিআই সভাপতি বেছে নেওয়াই বার্ষিক সাধারণ সভার মূল উদ্দেশ্য। রাজ্য সংস্থাগুলিকে বার্ষিক সাধারণ সভার বিষয়ে জানিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া (BCCI Secretary Devajit Saikia)। তিনি জানিয়েছেন, সভাপতি, সহ-সভাপতি, সচিব, যুগ্মসচিব, কোষাধ্যক্ষ নির্বাচনের ক্ষেত্রে ভোটগ্রহণ করা হবে। জেনারেল বডি অ্যাপেক্স কাউন্সিলের প্রতিনিধিও বেছে নেওয়া হবে। ভারতীয় ক্রিকেটারদের সংগঠনের (Indian Cricketers’ Association) প্রতিনিধিও বেছে নেওয়া হবে। বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভায় আইপিএল গভর্নিং কাউন্সিলের (IPL Governing Council) দুই প্রতিনিধিও বেছে নেওয়া হবে। ক্রিকেটারদের সংগঠনের একজন প্রতিনিধিকেও বেছে নেওয়া হবে। উইমেনস প্রিমিয়ার লিগ কমিটির (Women’s Premier League Committee) নির্বাচনও হবে। এছাড়া বিসিসিআই বার্ষিক সাধারণ সভাতেই ন্যায়পাল (Ombudsman) ও এথিকস অফিসার (Ethics Officer) নিয়োগ করা হবে। স্ট্যান্ডিং কমিটি (Standing Committee), ক্রিকেট কমিটি (Cricket Committee), আম্পায়ারস কমিটিও (Umpires’ Committee) গঠন করা হবে।
বিসিসিআই পদাধিকারী বেছে নেওয়ার জন্য বৈঠক
বিসিসিআই বার্ষিক সাধারণ সভায় সভাপতি, সহ-সভাপতি, সচিব-সহ বিভিন্ন পদের জন্য প্রার্থী বাছাইয়ের জন্য আগেই উচ্চ-পর্যায়ের বৈঠক হতে চলেছে। সচিব, যুগ্মসচিব ও কোষাধ্যক্ষ হিসেবে হয়তো নতুন কাউকে বেছে নেওয়া হবে না। যাঁরা এখন পদে আছেন, তাঁরাই থাকবেন। তবে সভাপতি ও সহ-সভাপতি পদের জন্য নির্বাচন হতে পারে।
বিসিসিআই-এর নতুন সভাপতি কে?
বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, রজার বিনির (Roger Binny) পদত্যাগের পর অন্তর্বর্তী সভাপতি হিসেবে এখন কাজ চালিয়ে যাওয়া রাজীব শুক্লাই (Rajeev Shukla) পাকাপাকিভাবে নতুন সভাপতি নির্বাচিত হতে পারেন। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে কাউকে দেখা যাচ্ছে না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


