WTC Final: বাকি মাত্র আর ১টি টেস্ট! কোন অঙ্কে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারে ভারত?

Published : Dec 31, 2024, 03:21 PM IST
border Gavaskar Trophy 2024 ind vs Aus Melbourne Team India will win as much as 4th test under any circumstances

সংক্ষিপ্ত

ড্র করলেও অন্য দলের দিকে তাকাতে হবে। 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ইতিমধ্যেই পৌঁছে গেছে দক্ষিণ আফ্রিকা। আর এই প্রথমবার তারা ফাইনালে প্রবেশ করল। নিঃসন্দেহে প্রোটিয়াদের জন্য অন্যতম উল্লেখযোগ্য একটি বিষয়।

তাহলে এবার দ্বিতীয় স্থানে কোন দল যাবে? সেইজন্যই চলছে তুমুল লড়াই। গত দুবার ভারত ফাইনাল খেললেও শেষপর্যন্ত রানার্স হয়েছে। তবে এবার তারা ফাইনালে প্রবেশ করলে প্রথম দল হিসেবে পরপর তিনটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার নজির তৈরি করবেন তারা।

কিন্তু আদৌ তা হবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন। কারণ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে ভারত খুব একটা সুবিধাজনক জায়গায় একেবারেই নেই। তিন নম্বরে থাকলেও লড়াইতে অনেকটাই এগিয়ে রয়েছে অজিরা। আর ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, কোন অঙ্কে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারে? তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে।

মেলবোর্নে অস্ট্রেলিয়া জেতার পর, এই মুহূর্তে WTC ফাইনালের জন্য অনেকটাই তারা এগিয়ে গেছে। এবার শুধু সিডনি টেস্ট জিতলেই তারা ফাইনালে প্রবেশ করবে। তাছাড়া চলতি সিরিজ়ের পর, অস্ট্রেলিয়ার সামনে রয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ়। এদিকে যদি অজ়িরা সিডনি টেস্ট জিতে নেয়, তাহলে শ্রীলঙ্কা সিরিজ়ের আর কোনও গুরুত্বই থাকবে না।

কিন্তু যদি সিডনি টেস্ট ড্র হয়, সেক্ষেত্রে অস্ট্রেলিয়াকে শ্রীলঙ্কা সিরিজ়ে একটা ম্যাচ ড্র করলেই হবে। আবার যদি সিডনি টেস্ট অস্ট্রেলিয়া হেরে যায়, তাহলে কিন্তু অবশ্যই শ্রীলঙ্কাকে হারাতে হবে।

অন্যদিকে, ভারত পয়েন্ট তালিকার শীর্ষে আর নেই। সেখান থেকে তারা এখন তিন নম্বরে নেমে এসেছে। প্রথমে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হার এবং তারপর অস্ট্রেলিয়ার কাছে হেরে এখন তারা বেজায় চাপে। বর্তমানে যা অবস্থা, তাতে ভারতীয় টেস্ট দল ক্রমাগত নিচের দিকে নামতে শুরু করেছে।

এবার সিডনিতে ভারতের হার মানে, ফাইনালে যাওয়ার রাস্তা প্রায় বন্ধ। ভারত যদি সিডনিতে জিতে যায়, তাহলেও তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কার দিকে। কারণ, ভারতকে ফাইনালে যেতে গেলে সিডনিতে জিততে হবে এবং দুটি ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শ্রীলঙ্কাকে জিততে হবে। কিন্তু যদি সিডনি টেস্ট ড্র হয় এবং অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা সিরিজ় ড্র হয়, তাহলে আবার ভারত ফাইনালে চলে যাবে। ফলে, এককথায় বলতে গেলে ভারতকে ফাইনালে যেতে গেলে সিডনি টেস্টে জিততেই হবে।

ড্র করলেও অন্য দলের দিকে তাকাতে হবে। কিন্তু হারলে সব রাস্তা একেবারে বন্ধ হয়ে যাবে। আরও একটি উল্লেখযোগ্য হিসেব হল, ভারত এবং অস্ট্রেলিয়া এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১৯টি করে টেস্ট খেলছে।

ফলে, দুই দলের সম্ভাব্য সর্বোচ্চ পয়েন্ট হতে পারত ২২৮। কারণ, একটি ম্যাচ জিতলে ১২ পয়েন্ট পাওয়া যায়। ভারত যদি সিডনি টেস্ট জিতে নেয় তাহলে তারা ১৯ ম্যাচে ১২৬ পয়েন্ট পাবে। আর এদিকে শতাংশের হিসেবে যা ৫৫.২৬।

ওদিকে অস্ট্রেলিয়া আবার যদি সিডনিতে হারের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট দুটি ড্র করে, তাহলে তাদেরও ১২৬ পয়েন্টই হবে। কারণ, এখন তাদের প্রাপ্ত পয়েন্ট ১১৮ এবং ড্র করলে চার পয়েন্ট করে পাওয়া যায়।

অর্থাৎ, দুটি টেস্ট ড্র করে ৮ পয়েন্ট পাবে অস্ট্রেলিয়া। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ারও ১৯ ম্যাচে ১২৬ পয়েন্ট হবে এবং শতাংশের হিসেবেও সমান হয়ে যাবে ভারতের সঙ্গে।

আইসিসি-র নিয়ামানুযায়ী, যদি দুটি দলের পয়েন্ট এবং পয়েন্ট শতাংশ সমান হয়, তাহলে যে দল বেশি টেস্ট সিরিজ় জিতেছে সেই দলই ফাইনালে যেতে পারবে। কিন্তু সেই হিসেবের নিরিখে দেখলেও ভারত এবং অস্ট্রেলিয়াকে কখনোই আলাদা করা যাচ্ছে না। কারণ, দুটি দলই এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তিনটি করে টেস্ট সিরিজ় জিতে বসে আছে।

তাহলে এবার উপায়? তখন সেক্ষেত্রে রয়েছে অন্য আরেকটি নিয়ম। এমন পরিস্থিতিতে দেখা হবে, দুটি দলের মধ্যে কোন দল বিদেশের মাটিতে বেশি পয়েন্ট শতাংশ পেয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?