এই বছর টেস্টে ভারতের হয়ে সর্বাধিক রানের মালিক হলেন জয়সওয়াল।
এই বছরের সেরা টেস্ট একাদশ ঘোষণা করেছে ক্রিকইনফো। তিনজন ভারতীয় তারকা সেই দলে স্থান পেয়েছেন। এই বছর ভারতকে মাত্র একটি টেস্টে নেতৃত্ব দেওয়া যশপ্রীত বুমরাকে সেই দলের অধিনায়ক করা হয়েছে।
ভারতের যশস্বী জয়সওয়াল এবং ইংল্যান্ডের বেন ডাকেটকে ক্রিকইনফোর টেস্ট দলের ওপেনার হিসেবে নির্বাচিত করা হয়েছে। এই বছর টেস্টে ভারতের হয়ে সর্বাধিক রান সংগ্রাহক হলেন তরুণ তুর্কি জয়সওয়াল। তিনটি সেঞ্চুরি সহ ৫৪.৭৪ গড়ে ১৪৭৮ রান করেছেন তিনি। তিন নম্বরে এই বছর ১৭ টি টেস্টে ১৫৫৬ রান করে শীর্ষ রান সংগ্রাহক ইংল্যান্ডের জো রুট। অপরদিকে চার নম্বরে আছেন নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্র। পাঁচ নম্বরে জায়গা পাকা করেছেন এই বছর ইংল্যান্ডের হয়ে রানের বন্যা বইয়ে দেওয়া হ্যারি ব্রুক।
শ্রীলঙ্কার হয়ে দুর্দান্ত পারফর্ম করা কামিন্দু মেন্ডিস আছেন ছয় নম্বরে। সাত নম্বরে ইংল্যান্ডের জেমি স্মিথ। অন্যদিকে, স্পিন অলরাউন্ডার হিসেবে ভারতের রবীন্দ্র জাদেজাও দলে জায়গা করে নিয়েছেন। বুমরার নেতৃত্বাধীন দলে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি এবং অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড পেসার হিসেবে স্থান করে নিয়েছেন।
অধিনায়ক রোহিত শর্মা পিতৃত্বকালীন ছুটিতে থাকায় এই বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থ টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন বুমরা। সেই ম্যাচে ২৯৫ রানের বিশাল জয় পেয়েছিল ভারত। এই বছর ১৩ টি টেস্টে ১৪.৯২ গড়ে ৭১ উইকেট নিয়েছেন বুমরা।
ক্রিকইনফোর এই বছরের সেরা টেস্ট দল: যশস্বী জয়সওয়াল, বেন ডাকেট, জো রুট, রচিন রবীন্দ্র, হ্যারি ব্রুক, কামিন্দু মেন্ডিস, জেমি স্মিথ, রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরা (অধিনায়ক), ম্যাট হেনরি এবং জশ হ্যাজেলউড।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।