
Betting App Case: ২০০২ সালের অর্থপাচার রোধ আইন (Prevention of Money Laundering Act, 2002) অনুযায়ী প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না (Suresh Raina) ও শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। এই দুই ক্রিকেটারের ১১.১৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ইডি সূত্রে জানা গিয়েছে, রায়নার নামে থাকা ৬.৬৪ কোটি টাকার মিউচুয়াল ফান্ড বিনিয়োগ এবং ধাওয়ানের ৪.৫ কোটি টাকার স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ১,০০০ কোটি টাকার বেটিং অ্যাপ সংক্রান্ত মামলার তদন্ত করছে ইডি। 1xBet বেটিং প্ল্যাটফর্ম এবং এই প্ল্যাটফর্মের অঙ্গ 1xBat, 1xBat Sporting Lines-এর বিরুদ্ধে তদন্ত চলছে। এই বেটিং প্ল্যাটফর্মের সঙ্গে জড়িত থাকার কারণেই রায়না ও ধাওয়ানের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
ইডি সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, রায়না ও ধাওয়ান সব জেনেই বিদেশি বেটিং প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হন এবং বেটিং অ্যাপের প্রচার শুরু করেন। 1xBet ও সহযোগী প্ল্যাটফর্মগুলির প্রচারের জন্য তাঁরা চুক্তি করেন। এই দুই প্রাক্তন ক্রিকেটার বেআইনি বেটিং প্ল্যাটফর্মের প্রচারের সঙ্গে যুক্ত হন। এই কারণেই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আরও অনেকেই এই বেটিং প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের মধ্যে আছেন প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং (Yuvraj Singh), রবিন উথাপ্পা (Robin Uthappa), অভিনেতা সোনু সুদ (Sonu Sood), ঊর্বশী রাউতেলা (Urvashi Rautela), মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। তাঁদের বিরুদ্ধেও তদন্ত চালানো হচ্ছে।
ইডি-র তদন্তে জানা গিয়েছে, বেআইনি বেটিং প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিরা যে অর্থ পেয়েছেন, তা প্রথমে একাধিক বিদেশি মধ্যস্থতাকারীর কাছে গিয়েছিল। তারপর ভারতীয় অ্যাকাউন্টে টাকা এসেছে। পুরো লেনদেনই হয়েছে বেআইনিভাবে। কিন্তু এই লেনদেনকে বৈধ বলে দেখানোর চেষ্টা করা হয়েছিল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।