Online Betting App Probe: সম্প্রতি ভারতে টাকার লেনদেন হয় এমন অনলাইন গেমিং অ্যাপ, বেটিং অ্যাপ নিষিদ্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এরপর থেকেই এই ধরনের অ্যাপের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত চালানো হচ্ছে।

DID YOU
KNOW
?
তারকাদের ইডি তলব
বেআইনি বেটিং অ্যাপের তদন্তে ক্রিকেটার, অভিনেতাদের তলব করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

1xBet Betting App: অনলাইন বেটিং অ্যাপ ওয়ান এক্স বেটের সঙ্গে যুক্ত থাকা এবং অর্থপাচারের (Prevention of Money Laundering Act, 2002) সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দুই প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং (Yuvraj Singh) ও রবিন উথাপ্পা (Robin Uthappa) এবং অভিনেতা সোনু সুদকে (Sonu Sood) তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। পরপর তিনদিন তিনজনকে তলব করা হয়েছে। আগামী সোমবার দিল্লিতে (Delhi) ইডি সদর দফতরে উথাপ্পাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরদিন যুবরাজকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তার পরের দিন সোনুকে হাজির হতে বলা হয়েছে। অনলাইন বেটিং অ্যাপ নিষিদ্ধ হওয়ার পরেই তদন্ত শুরু করেছে ইডি। অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে বহু মানুষের সঙ্গে প্রতারণা এবং কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়েই যুবরাজ, উথাপ্পা ও সোনুকে সমন পাঠানো হয়েছে।

বেশ কয়েকজন তারকাকে তলব ইডি-র

অর্থপাচার রোখার জন্য ২০০২ সালে যে আইন জারি করা হয়, তার ভিত্তিতেই তদন্ত করছে ইডি। বিভিন্ন ক্ষেত্রের বেশ কয়েকজন তারকাকে তলব করা হয়েছে। জাতীয় দলে যুবরাজের প্রাক্তন সতীর্থ শিখর ধাওয়ান (Shikhar Dhawan) ও সুরেশ রায়নাকে (Suresh Raina) তলব করা হয়েছে। তাঁরা ইডি দফতরে হাজিরাও দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), বলিউডের (Bollywood) অভিনেত্রী ঊর্বশী রাউতেলাকেও (Urvashi Rautela) তলব করা হয়েছে। এবার দুই ক্রিকেটার ও এক অভিনেতাকে তলব করা হল।

১৮ বছরের সংস্থা নিয়ে তদন্ত

ওয়ান এক্স বেট প্রায় ১৮ বছর ধরে চলছে। ৭০টি ভাষায় এই অ্যাপ পাওয়া যায়। বিশ্বজুড়ে বিভিন্ন খেলা নিয়ে বেটিং করা যায়। ভারতেও জনপ্রিয় হয়ে উঠেছিল এই অ্যাপ। কিন্তু এবার এই অ্যাপ নিষিদ্ধ হয়ে উঠেছে। এই অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডার, প্রচারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জেরা করা হচ্ছে। ভবিষ্যতে আরও কয়েকজন তারকাকে তলব করা হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।