Illegal Betting App: সম্প্রতি কেন্দ্রীয় সরকার সব ধরনের গেমিং অ্যাপ নিষিদ্ধ করে দিয়েছে। এরই মধ্যে বেআইনি বেটিং অ্যাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইডি-র (Enforcement Directorate) জেরার মুখে পড়লেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)।
KNOW
Shikhar Dhawan illegal betting app-link: বেআইনি বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সমন পাওয়ার পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। তিনি বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ দিল্লিতে (Delhi)। অর্থপাচারের মামলার (Prevention of Money Laundering Act) তদন্ত করছে ইডি। সেই তদন্তের অঙ্গ হিসেবেই ধাওয়ানকে সমন পাঠানো হয়। তদন্তে সহযোগিতা করার জন্যই ইডি দফতরে হাজিরা দেন এই প্রাক্তন ক্রিকেটার। তিনি ১এক্সবেট (1xBet) নামে ওই বেটিং অ্যাপের হয়ে প্রচার করেছেন। তিনি এই বেটিং অ্যাপের সঙ্গে কীভাবে যুক্ত ছিলেন, কত টাকা পেয়েছেন, এই বেটিং অ্যাপের কার্যকলাপের বিষয়ে কী জানেন, সেসব নিয়েই ইডি আধিকারিকরা প্রশ্ন করেন বলে মনে করা হচ্ছে।
বেটিং অ্যাপের মাধ্যমে প্রতারণার অভিযোগ
শুধু ১এক্সবেটই নয়, ভারতে আরও কয়েকটি বেটিং অ্যাপ সক্রিয় ছিল। বেশ কয়েকজন প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারকে এই বেটিং অ্যাপগুলির প্রচারে দেখা গিয়েছে। এই বেটিং অ্যাপগুলির বিরুদ্ধে বিনিয়োগকারীদের কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। বিপুল পরিমাণে কর ফাঁকি দেওয়ার অভিযোগও উঠেছে। এই কারণেই বেটিং অ্যাপ নিয়ে তদন্ত করছে ইডি। গত মাসে অপর এক প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়নাকেও (Suresh Raina) জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। এবার ধাওয়ানকেও জিজ্ঞাসাবাদ করা হল।
বেটিং অ্যাপ নিয়ে কড়া কেন্দ্র
গত মাসে কেন্দ্রীয় সরকার অর্থ খরচ করতে হয় এমন সব অনলাইন গেমিং অ্যাপ নিষিদ্ধ করে দিয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, প্রায় ২২ কোটি ভারতীয় এই ধরনের বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত ছিলেন। এর মধ্যে অন্তত ১১ কোটি ভারতীয় নিয়মিত বেটিং অ্যাপগুলিতে অর্থ বিনিয়োগ করতেন। বেআইনি আর্থিক কারবারের অভিযোগে এই অ্যাপগুলি নিষিদ্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ফলে কয়েক কোটি মানুষ আর্থিক সমস্যায় পড়েছেন। যাঁরা বেটিং অ্যাপের মাধ্যমে অর্থ রোজগার করতেন, তাঁদের এবার অন্য পেশার সন্ধান করতে হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


