দৃষ্টিহীন মহিলাদের টি-২০ বিশ্বকাপ ২০২৫: নেপালকে হারিয়ে প্রথম খেতাব ভারতের

Published : Nov 23, 2025, 02:57 PM ISTUpdated : Nov 23, 2025, 03:25 PM IST
2025 Women’s T20 World Cup for the Blind

সংক্ষিপ্ত

2025 Women’s T20 World Cup for the Blind: প্রথমবার মহিলাদের টি-২০ বিশ্বকাপ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল শ্রীলঙ্কার (Sri Lanka) মাটিতে। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল ভারতীয় দল। দৃষ্টিহীন পুরুষদের বিশ্বকাপ জিতেছে ভারত। এবার মহিলারাও বিশ্বকাপ জিতলেন।

DID YOU KNOW ?
মহিলা ক্রিকেটে সাফল্য
ভারতের সাধারণ মহিলা ক্রিকেট দল ওডিআই বিশ্বকাপ জেতার পর এবার দৃষ্টিহীন মহিলা ক্রিকেট দল টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল।

Women's T20 Cricket World Cup for the Blind 2025: ফাইনালে নেপালকে (Nepal) সাত উইকেটে হারিয়ে প্রথম দৃষ্টিহীন মহিলাদের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারতীয় দল (India Women's Cricket Team)। এই সাফল্য ভারতের দৃষ্টিহীন ক্রিকেটারদের কাছে বড় অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। অধিনায়ক দীপিকা টি সি (Deepika TC) ও সহ-অধিনায়ক গঙ্গা কদম (Ganga Kadam) এই টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। ওড়িশার (Odisha) ময়ূরভঞ্জের (Mayurbhanj) মেয়ে বাসন্তী হাঁসদাও (Basanti Hansda) ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। ভারতীয় দলের সবাই অবদান রাখার চেষ্টা করেছেন। বেশিরভাগ ক্রিকেটারই গ্রামাঞ্চল থেকে উঠে এসেছেন। তাঁদের পরিবারের পেশা কৃষিকাজ। দরিদ্র পরিবার থেকে উঠে আসা দৃষ্টিহীন মহিলা ক্রিকেটারদের পক্ষে সাফল্য পাওয়া সহজ ছিল না। কিন্তু তাঁরা সাংস্কৃতিক ও পারিবারিক বাধা কাটিয়ে ঐক্যবদ্ধ হয়ে দলকে সাফল্য এনে দিলেন।

অপরাজিত চ্যাম্পিয়ন ভারত

দৃষ্টিহীন মহিলাদের টি-২০ বিশ্বকাপের শুরু থেকেই ভালো পারফরম্যান্স দেখাচ্ছিল ভারতীয় দল। অপরাজিতভাবে চ্যাম্পিয়ন হল ভারত। সারা টুর্নামেন্টেই দাপট দেখালেন দীপিকা-গঙ্গারা। রবিবার ফাইনালে নেপালের বিরুদ্ধেও অসাধারণ পারফরম্যান্স দেখাল ভারতীয় দল। নেপালের দৃষ্টিহীন মহিলা ক্রিকেটাররা ফাইনালে লড়াই করতে পারলেন না। সহজ জয়ই পেল ভারতীয় দল

খুলা শরীরের অসাধারণ পারফরম্যান্স

রবিবার ফাইনালে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক দীপিকা। প্রথমে ব্যাটিং করতে নেমে নেপাল পাঁচ উইকেট হারিয়ে ১১৪ রান করে। এই রান তাড়া করে জয় পেয়ে ভারতীয় দলের কোনও সমস্যাই হল না। ১২.১ ওভারেই তিন উইকেট হারিয়ে জয় তুলে নিল ভারত। ব্যাট হাতে সেরা পারফরম্যান্স দেখালেন খুলা শরীর (Khula Sharir)। তিনি ২৭ বল খেলে ৪৪ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল চারটি বাউন্ডারি। সম্প্রতি ভারতের সাধারণ মহিলা ক্রিকেট দল প্রথমবার ওডিআই বিশ্বকাপ (2025 Women's Cricket World Cup) চ্যাম্পিয়ন হয়েছে। এবার দৃষ্টিহীন মহিলা ক্রিকেট দলও বিশ্বকাপ জিতল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
প্রথমবার দৃষ্টিহীন মহিলাদের টি-২০ বিশ্বকাপ।
শ্রীলঙ্কার মাটিতে আয়োজন করা হয়েছিল দৃষ্টিহীন মহিলাদের প্রথম টি-২০ বিশ্বকাপ। চ্যাম্পিয়ন হল ভারতীয় দল।
Read more Articles on
click me!

Recommended Stories

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: বেশিরভাগ টিকিটই ভিআইপি-দের হাতে! কটকে বারাবটি স্টেডিয়ামে ধুন্ধুমার
আইপিএল ২০২৬: এবার পাকাপাকিভাবে রাজস্থান রয়্যালসের অধিনায়ক? মুখ খুললেন রিয়ান পরাগ