ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: গুয়াহাটি টেস্টের দ্বিতীয় দিন অর্ধশতরান মুথুস্বামীর

Published : Nov 23, 2025, 11:53 AM ISTUpdated : Nov 23, 2025, 01:11 PM IST
Senuran Muthusamy

সংক্ষিপ্ত

India vs South Africa: গুয়াহাটির (Guwahati) বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে (Barsapara Cricket Stadium) ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের দিন ভালো জায়গায় পৌঁছে গেল প্রোটিয়ারা। ভারতীয় দলের উপর চাপ বাড়ছে।

DID YOU KNOW ?
গুয়াহাটিতে প্রথম টেস্ট
গুয়াহাটিতে প্রথমবার কোনও টেস্ট ম্যাচ হচ্ছে। এই ম্যাচে চাপে পড়ে গিয়েছে ভারতীয় দল।

Guwahati Test: ইডেন গার্ডেন্সের (Eden Gardens) পর কি বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামেও (Barsapara Cricket Stadium) দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) কাছে হেরে যাবে ভারতীয় দল? গুয়াহাটি টেস্টের দ্বিতীয় দিন এই আশঙ্কা বাড়ছে। এদিন সকাল থেকেই ভালো ব্যাটিং চালিয়ে গিয়েছেন প্রথম দিনের দুই অপরাজিত ব্যাটার কাইল ভেরিন (Kyle Verreynne) ও সেনুরান মুথুস্বামী (Senuran Muthusamy)। ইতিমধ্যেই অর্ধশতরান করে ফেলেছেন মুথুস্বামী। ভেরিনও অর্ধশতরানের পথে। ৩৫০ রানের পথে এগিয়ে চলেছে দক্ষিণ আফ্রিকা। ফলে ভারতের বোলারদের উপর চাপ বাড়ছে। প্রোটিয়া ব্যাটাররা মন্থর গতিতে রান করছিলেন। কিন্তু তাঁরা ক্রিজে টিকে থেকে রান বাড়িয়ে যান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় দিন সকালে একটিই উইকেট পেয়েছে ভারতীয় দল। রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) বলে স্টাম্প আউট হয়ে গিয়েছেন ভেরিন। তিনি ১২২ বল খেলে ৪৫ রান করেন। দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে দ্রুত অলআউট করতে না পারলে ভারতের উপর চাপ বাড়বে।

ঋষভ পন্থের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন

চোট পাওয়ায় গুয়াহাটিতে খেলতে পারছেন না শুবমান গিল (Shubman Gill)। তাঁর পরিবর্তে এই ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে। ঋষভ যেভাবে বোলারদের ব্যবহার করছেন এবং ফিল্ডিং সাজাচ্ছেন, তাতে অনেকেই অখুশি। বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামের পিচ থেকে সাহায্য পাচ্ছেন না পেসাররা। কিন্তু সেই পিচেই জসপ্রীত বুমরা (Jasprit Bumrah), মহম্মদ সিরাজকে (Mohammed Siraj) বেশি ব্যবহার করছেন ঋষভ। শনিবার অসাধারণ বোলিং করেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। কিন্তু তাঁর চেয়ে বেশি ওভার বোলিং করেছেন বুমরা। মাঠে ভারতের ফিল্ডারদের তৎপরতাও দেখা যাচ্ছে না। এই কারণেই ঋষভের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠছে।

ঘুরে দাঁড়াতে পারবে ভারতীয় দল?

গুয়াহাটিতে জয় না পেলে দেশের মাটিতে এই টেস্ট সিরিজ খোয়াতে হবে ভারতীয় দলকে। প্রোটিয়ারা যেভাবে ব্যাটিং করে চলেছে, তাতে ভারতীয় দলের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কম। গৌতম গম্ভীর (Gautam Gambhir) প্রধান কোচ হওয়ার পর থেকে টেস্ট ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেখাতে পারছে না ভারতীয় দল। ফলে তাঁর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
রবিবার গুয়াহাটি টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন চলছে।
শনিবার শুরু হয়েছে গুয়াহাটি টেস্ট ম্যাচ। রবিবার দ্বিতীয় দিনের খেলা চলছে।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম