2025 ICC Women's Cricket World Cup: এবার ভারতের মাটিতে মহিলাদের ওডিআই বিশ্বকাপ সফলভাবে আয়োজন করার পর উৎসাহিত হয়ে উঠেছে আইসিসি। এরই ফলে চার বছর পর মহিলাদের ওডিআই বিশ্বকাপে দল সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে।
KNOW
2029 ICC Women's Cricket World Cup: মহিলাদের ওডিআই বিশ্বকাপ ২০২৫ দুর্দান্ত সাফল্য পেয়েছে। এই সাফল্যে উৎসাহিত হয়ে উঠে মহিলাদের ওডিআই বিশ্বকাপ ২০২৯-এ দল সংখ্যা বাড়িয়ে ১০ করার সিদ্ধান্ত নিল আইসিসি। এবারের বিশ্বকাপে আটটি দল খেলেছিল। চার বছর পরের বিশ্বকাপে দল বাড়ানো হচ্ছে। আইসিসি-র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘এই ইভেন্টের সাফল্যের উপর ভর করে আইসিসি বোর্ড (ICC Board) এই টুর্নামেন্টের পরবর্তী সংস্করণে দল সংখ্যা আট থেকে বাড়িয়ে ১০ করার বিষয়ে সম্মত হয়েছে।’ মহিলাদের ওডিআই বিশ্বকাপে শুধু দল সংখ্যা বাড়ানোই নয়, যে দেশগুলি ক্রিকেটে উন্নতি করার চেষ্টা করছে, তারা যাতে বড় মঞ্চে খেলার সুযোগ পায়, সেই উদ্যোগ নিচ্ছে আইসিসি। বিশ্বকাপে দল বাড়লে প্রতিযোগিতা আরও জোরদার হবে বলে আশা করছে আইসিসি। এর ফলে আরও অনেক দেশ মহিলাদের ক্রিকেটে বিনিয়োগ করবে বলেও আশা করা হচ্ছে। বিশ্বকাপে দু'টি দল বাড়লে অনেক ম্যাচেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা, অপ্রত্যাশিত ফল দেখা যেতে পারে। আরও অনেক ক্রিকেটার প্রতিভার পরিচয় দেওয়ার সুযোগ পাবে। অনেক দেশই বড় স্বপ্ন দেখতে পারবে।
ভারতে সফল বিশ্বকাপ
এবারের ওডিআই বিশ্বকাপ অভূতপূর্ব সাফল্য পেয়েছে। এ বিষয়ে আইসিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, ‘প্রায় তিন লক্ষ দর্শক স্টেডিয়ামে গিয়ে ম্যাচ দেখেছেন। মহিলাদের ক্রিকেটের যে কোনও ইভেন্টে দর্শকদের উপস্থিতির ক্ষেত্রে এটি রেকর্ড। এই টুর্নামেন্টে সম্প্রচারের ক্ষেত্রেও উন্নতি দেখা গিয়েছে। বিশ্বজুড়ে অন-স্ক্রিন দর্শকের ক্ষেত্রে নতুন রেকর্ড তৈরি হয়েছে। ভারতে প্রায় ৫০০ মিলিয়ন দর্শক এই টুর্নামেন্ট দেখেছেন।’
প্রথমবার বিশ্বকাপ জয় ভারতের
এবার দেশের মাটিতে ভারতীয় দল প্রথমবার সিনিয়র পর্যায়ে কোনও ফর্ম্যাটে বিশ্বকাপ জিতেছে। এবার অন্য দলগুলিকেও সাফল্য পাওয়ার সুযোগ দিতে চাইছে আইসিসি। মহিলাদের ক্রিকেটে শক্তিশালী দলের সংখ্যা মাত্র কয়েকটি। প্রতিযোগিতা বৃদ্ধি করার চেষ্টা করছে আইসিসি। ২০২৯ সালের বিশ্বকাপে নতুন দু'টি দল সুযোগ পেলে সবার পক্ষেই ভালো হবে বলে আশা করা হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


