দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতা, অ্যাডিলেড টেস্টে হারের আশঙ্কায় ভারত

Published : Dec 07, 2024, 05:31 PM ISTUpdated : Dec 07, 2024, 05:57 PM IST
india vs australia adelaide test 2024 mohammad siraj bowled trevis head agressive expressions goes viral on social media

সংক্ষিপ্ত

পারথে অস্ট্রেলিয়ার বিরুিদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে বিশাল ব্যবধানে জয় পেলেও, অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে প্রবল চাপে পড়ে গিয়েছে ভারতীয় দল।

অধিনায়ক রোহিত শর্মা ও তারকা ব্যাটার শুবমান গিল দলে ফেরায় আশা করা হয়েছিল অ্যাডিলেড টেস্টে ভারতীয় দলের ব্যাটিং লাইনআপের শক্তি বাড়বে। কিন্তু উল্টো ফলই দেখা গেল। দুই ইনিংসেই ব্যর্থ হলেন রোহিত। দুই অঙ্কের রানই করতে পারলেন না ভারতের অধিনায়ক। প্রথম ইনিংসে ৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৬ রান করলেন রোহিত। ওপেন করার বদলে অনভ্যস্ত পজিশনে ব্যাটিং করতে গিয়ে তিনি ব্যর্থ হলেন। দুই ইনিংসেই ভালো শুরু করেছিলেন শুবমান। কিন্তু তিনি বড় ইনিংস খেলতে পারলেন না। প্রথম ইনিংসে ৩১ রান করার পর দ্বিতীয় ইনিংসে ২৮ রান করলেন শুবমান। বিরাট কোহলিও দুই ইনিংসেই ব্যর্থ হলেন। প্রথম ইনিংসে ৭ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১১ রান করলেন বিরাট। দলের প্রধান তিন ব্যাটারই বড় স্কোর করতে না পারায় সমস্যায় পড়ে গেল ভারতীয় দল।

অ্যাডিলেড টেস্টে ভারতের হারের আশঙ্কা

অ্যাডিলেড টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের খেলার শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ৫ উইকেটে ১২৮। অস্ট্রেলিয়ার চেয়ে এখনও ২৯ রানে পিছিয়ে ভারত। দিনের শেষ ক্রিজে ঋষভ পন্থ (২৮) ও নীতীশ কুমার রেড্ডি। তৃতীয় দিনের প্রথম সেশনই এই ম্যাচের ফল ঠিক করে দেবে। ঋষভ-নীতীশ জুটি যদি বড় রান করতে পারে, তাহলে ভারতীয় দল লড়াই করার মতো জায়গায় পৌঁছে যাবে। না হলে জয়ের জায়গায় পৌঁছে যাবে অস্ট্রেলিয়া।

ফের ভারতের পথের কাঁটা ট্রেভিস হেড

২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ ফাইনাল থেকেই ভারতের বিরুদ্ধে জ্বলে উঠছেন ট্রেভিস হেড। অ্যাডিলেড টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ১৪০ রান করলেন এই তারকা। মার্নাস লাবুশেন করলেন ৬৪ রান। এই দুই ব্যাটারের অসাধারণ পারফরম্যান্সের সুবাদে প্রথম ইনিংসে ৩৩৭ রান করে অস্ট্রেলিয়া। ভারতের হয়ে ৪ উইকেট করে নেন জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ। ১ উইকেট করে নেন নীতীশ ও রবিচন্দ্রন অশ্বিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

আইসিসি টুর্নামেন্টের খরা কাটাল ভারত, বিসিসিআই প্রধান জয় শাহ, ২০২৪ সালে ক্রিকেট দুনিয়ায় আর কী হল?

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ২৮ বলে শতরান! টি-২০ ফর্ম্যাটে রেকর্ড স্পর্শ অভিষেক শর্মার

অভিষেক পোড়েলের বিস্ফোরক ইনিংস, রাজস্থানকে হারিয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত